ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আলোচনার সুযোগ না দেওয়ায় মেননের ক্ষোভ

প্রকাশিত: ০৮:৫১, ১১ জুলাই ২০১৯

 গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আলোচনার সুযোগ না দেওয়ায় মেননের ক্ষোভ

সংসদ রিপোর্টার ॥ গ্যাসে দাম বৃদ্ধি নিয়ে সংসদে নোটিশ দিয়ে আলোচনার দাবি জানানোর পরও সে বিষয়ে কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। তবে সভাপতির আসনে থাকা ডেপুটি এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া জানান বিষয়টি স্পীকারের বিবেচনায় আছে এবং সিদ্ধান্ত পরে জানানো হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রাশেদ খান মেনন বলেন, সংসদে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে কথ বলেছিলাম। এ নিয়ে ৬৮ বিধিতে নোটিশও দিয়েছিলাম। আপনি (স্পীকার) বলেছিলেন ৬৫ বিধিতে আমার নোটিশটি বিবেচনায় আছে। কিন্তু আজ (বৃহস্পতিবার) সংসদের শেষ দিন। কিন্তু এ বিষয়টি কার্য তালিকায় নেই। নোটিশটি বাতিল হয়েছে কি না, সেটাও জানানো হয়নি। মেনন বলেন, এই নোটিশটি জমা দেওয়ার সময় সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদল বলেছিলেন এটি জমা দিয়ে লাভ নেই। কারণ সংসদে আমরা হলাম ’বকাউল্লাহ বকে যাই, উনারা শুনাউল্লাহ শুনে যান’। আর সংসদ হচ্ছে গরীব উল্লাহ। এটি নিয়ে যদি আলোচনা না হয় তাহলে সংসদ আরো গরীব হয়ে যাবে। জবাব দিতে গিয়ে এ সময় ডেপুটি স্পীকার বলেন, ’আপনারা শুধু বকাউল্লাহ নন। আর আমরাও শুনাউল্লাহ নই। আপনারা জাতীয় সংসদে যে বক্তব্য দেন সেটা সরকার কার্যকর করে। এই বিষয়ে আপনি এর আগে যখন বলেছিলেন তখন আমি জানিয়েছিলাম আপনার দেওয়া নোটিশটি স্পীকারের বিবেচনায় আছে। বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত পরে জানানো হবে।
×