ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আফগান সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের বিরুদ্ধে ‘যৌন কেলেঙ্কারির’ অভিযোগ

প্রকাশিত: ০৯:৩৮, ১২ জুলাই ২০১৯

 আফগান সরকারের উচ্চপদস্থ  ব্যক্তিদের বিরুদ্ধে ‘যৌন  কেলেঙ্কারির’ অভিযোগ

আফগানিস্তানে সরকারের উর্ধতন মহলে যৌন ‘নির্যাতনের সংস্কৃতি’ চালু আছে বলে নারীরা অভিযোগ করেছেন। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে নারী নির্যাতনের বিচার পাওয়া দুরূহ হওয়ায় অভিযোগকারীরা প্রকাশ্যে মুখ না খুললেও বিবিসির কাছে ছয় নারী তাদের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের কথা রাখঢাক ছাড়াই বলেছেন। তবে দেশটির সরকারী কর্মকর্তারা এ ধরনের কোন অন্যায়ের কথা অস্বীকার করেছেন বলে জানিয়েছে তারা। কাবুলকে ঘিরে রাখা ধুলার পাহাড় থেকে হাঁটা দূরত্বের বাড়িতে থাকা এক নারী বলেছেন, প্রভাবশালী এক উর্ধতন মন্ত্রীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি সরকারী চাকরিই ছেড়ে দিয়েছেন। ওই মন্ত্রী নিয়মিতই তাকে হয়রানি করতেন, একদিন অফিসের ভেতরে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টাও করেন। ‘তিনি সরাসরি আমাকে প্রস্তাব দেন। আমি তাকে বলি- আমি যোগ্য ও অভিজ্ঞ। আপনি আমাকে এ ধরনের কিছু বলবেন আমি কখনই ভাবিনি। আমি চলে যাওয়ার জন্য উঠে দাঁড়াই। তিনি আমার হাত ধরে টেনে তার কার্যালয়ের পেছনে অন্য একটি কক্ষে জোর করে নিয়ে যান। আমাকে ধাক্কা দিয়ে ওই কক্ষে ফেলেন এবং বলেন, ‘মাত্র কয়েক মিনিট লাগবে। চিন্তা করো না, আমার সঙ্গে এসো। আমি তাকে ধাক্কা দিয়ে বলি- যথেষ্ট হয়েছে। আমাকে চিৎকার করাবেন না। ওই শেষ আমি তাকে দেখেছি। আমি খুবই ক্রুদ্ধ ও মর্মাহত হয়েছিলাম,’ বলেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী। এ ঘটনার পর আনুষ্ঠানিক কোন অভিযোগ দায়ের করেননি বলেও জানান তিনি। ‘আমি চাকরি থেকে পদত্যাগ করি।
×