ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জয়পুরহাটে সড়ক সংস্কার দাবিতে পরিবহন ধর্মঘট

প্রকাশিত: ০৯:৫১, ১২ জুলাই ২০১৯

 জয়পুরহাটে সড়ক  সংস্কার দাবিতে  পরিবহন  ধর্মঘট

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১১ জুলাই ॥ জয়পুরহাট আন্তঃজেলা সড়ক সংস্কারের দাবিতে জয়পুরহাটে মোটর মালিক-শ্রমিকদের ডাকে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট পালিত হয়েছে। জানা যায়, জয়পুরহাট থেকে বগুড়া মোকামতলা ও দুপচাচিয়া, দিনাজপুরের হিলি স্থলবন্দরসহ পার্শ্ববর্তী চারটি জেলার হাজার হাজার ভারি পরিবহন চলে এই সড়কগুলোর ওপর দিয়ে। সড়কগুলোর পিচ-খোয়া উঠে গিয়ে বিভিন্ন স্থানে খানা-খন্দক হওয়ায় প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ছাড়াও আইনী বেড়াজালে পরছেন পরিহন মালিক ও শ্রমিকরা। এছাড়া এসব অকেজো সড়কগুলোর কারণে গন্তব্যে পৌঁছাতে দেরি হওয়া ছাড়াও জ¦ালানি খরচ বাড়ছে দ্বিগুণ। একইভাবে গাড়ির যন্ত্রাংশ ভেঙ্গে যাওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই রাস্তাগুলোর সংস্কার ও মেরামতের দাবিতে জয়পুরহাট থেকে দূরপাল্লা ও আঞ্চলিক বাস-ট্রাকসহ সকল প্রকার পরিবহন চলাচল বন্ধ রেখে তারা ধর্মঘট পালন করছেন। উল্লেখ্য মোটর মালিক-শ্রমিক সংগঠন এই দাবিসমূহ পূরণের জন্য জয়পুরহাট প্রেসক্লাবে গত ২৪ জুন সাংবাদিক সম্মেলন করে আল্টিমেটাম দিয়ে জানিয়েছিল ১০ জুলাইয়ের মধ্যে দাবি পূরণ না হলে ১১ জুলাই সকাল-সন্ধ্যা জেলার সকল রুটে সকল প্রকার পরিবহন চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল।
×