ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বন্দরমুখী সড়কে যানজট নিরসন দাবি

প্রকাশিত: ০৯:৫৭, ১২ জুলাই ২০১৯

 চট্টগ্রাম বন্দরমুখী  সড়কে যানজট  নিরসন দাবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ তীব্র যানজট সমস্যায় চট্টগ্রাম বন্দরমুখী সড়কে আমদানি রফতানি পন্য পরিবহনে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। আমদানির পণ্য যথাসময়ে শিল্পাঞ্চলে না পৌঁছাতে পারলে উৎপাদন ব্যাহত হবে। অন্যদিকে রফতানিযোগ্য পণ্য বিশেষ করে গার্মেন্টস শিল্পের কন্টেনার নির্ধারিত সময়ে জাহাজীকরণ সম্ভব না হলে বিদেশী ক্রেতারা অর্ডার বাতিল করতে পারে। উভয় ক্ষেত্রেই দীর্ঘ যানজটের কারণে বন্দরমুখী পণ্য যাওয়া এবং বন্দর থেকে খাসাল হওয়া পণ্য অফডক কিংবা শিল্পাঞ্চলে চলাচল ব্যাহত হলে দেশের ব্যবসা বাণিজ্য বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। উদ্ভূত পরিস্থিতিতে বন্দরমুখী সড়কের সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান। গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্য বাজারে না পৌঁছতে পারলে ক্রয়মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাবে। সম্প্রতি বৈরী আবহাওয়া, অতিবর্ষণে রাস্তায় জলাবদ্ধতা, সিটি কর্পোরেশন, ওয়াসা কর্তৃক সড়ক উন্নয়নে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে সড়কের বিভিন্ন জায়গায় গর্ত সৃষ্টি হয়েছে। যার কারণে বন্দর সম্মুখস্থ রাস্তা বারিক বিল্ডিং থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত প্রায় অর্ধেক হয়ে গেছে। বন্দরসংলগ্ন রাস্তায় সবসময় মারাত্মক যানজট লেগেই থাকে। ১৫ মিনিটের রাস্তা যেতে ৩ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত সময় লেগে যায়।
×