ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাহালমের কারাভোগের দায় দুদকের

প্রকাশিত: ১০:৪২, ১২ জুলাই ২০১৯

জাহালমের কারাভোগের দায় দুদকের

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত কর্মকর্তার ভুলের কারণে আসামি না হয়েও জাহালমকে কারাভোগ করতে হয়েছে । মামলায় পিপিসহ সব পক্ষের মধ্যে সমন্বয়হীনতা ছিল বলে দুদকের তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে তথ্য গোপন করে মামলা বাতিলের আবেদন করায় দুর্নীতি মামলার আসামি মোঃ ফজলুল হক ও হলফকারী মোঃ আবুল হোসেনকে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত। ডিআইজি মিজানুর রহমানের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে দুদকের সাসপেন্ড পরিচালক এনামুল বাছিরের পদোন্নতির জন্য মহাপরিচালক পদ বরাদ্দ করে তা শূন্য রাখার আদেশ প্রত্যাহার করে নিয়েছে হাইকোর্ট। আইন ভেঙ্গে অস্ত্র মামলার এক আসামিকে কম সাজা দেয়ায় নাটোরের তিন নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারকের কাছে ব্যাখ্যা চেয়েছে আদালত। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এসব আদেশ দেয়া হয়েছে। অন্যদিকে ডেঙ্গুতে আক্রান্তের ঘটনায় ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ঢাকা দক্ষিণের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে আইনী নোটিস পাঠিয়েছে সুপ্রীমকোর্টের এক আইনজীবী। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত কর্মকর্তার ভুলে আসামি না হয়েও জাহালমকে কারাভোগ করতে হয়েছে। তদন্ত প্রতিবেদনে বিষয়টিই উঠে এসেছে। বলা হয়েছে, ‘জাহালমকে আবু সালেকরূপে চিহ্নিত করার যে ভুলটি হয়েছে, তা দুদকের তদন্ত কর্মকর্তাদের কারণেই ঘটেছে।’ বৃহস্পতিবার হাইকোর্টে তদন্ত প্রতিবেদনটি দাখিলের পর বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ শুনানির দিন ধার্য করেছে আগামী মঙ্গলবার আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। জাহালমের পক্ষে আইনজীবী অমিত দাশ গুপ্ত। ব্র্যাক ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী মোঃ আসাদুজ্জামান।
×