ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালবাসীর আন্তরিকতায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশিত: ১১:৪৭, ১২ জুলাই ২০১৯

বরিশালবাসীর  আন্তরিকতায় মুগ্ধ মার্কিন  রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ তিন দিনের সফরে বরিশালের বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে বৃহস্পতিবার বিকেলে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার। সফরের শেষদিনে (বৃহস্পতিবার সকালে) রাষ্ট্রদূত বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন চার্চ, সকাল নয়টায় মৎস্য অবতরণ কেন্দ্র ও নগরীর সিএ্যান্ডবি রোডের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন করেছেন। সবশেষে বিকেল সাড়ে চারটায় বরিশাল বিমানবন্দর থেকে মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে- বরিশালের প্রশাসনিক কর্মকর্তাসহ সকলের আন্তরিকতায় মুগ্ধ হওয়ার কথা উল্লেখ করেছেন। এর পূর্বে নগরীর কলেজ রোড এলাকায় অবস্থিত ইংলিশ মিডিয়াম জাহানারা ইসরাইল স্কুল এ্যান্ড কলেজ সফরে গিয়ে রাষ্ট্রদূত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ওইসময় মার্কিন রাষ্ট্রদূত এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে যাতে উচ্চ শিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ভর্তির সুযোগ পেতে পারে তার আশ্বাস এবং স্কলারশিপের সহায়তা করার কথা জানিয়েছেন। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট উপহার দিয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি সালেহ এম শেলী। সফরের দ্বিতীয় দিনে (বুধবার সকালে) রাষ্ট্রদূত পিরোজপুর জেলার ভান্ডারিয়া পরিদর্শন করেন। পরে রাষ্ট্রদূত সেখানকার সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর বাসভবনে যান। দুপুরে তিনি (রাষ্ট্রদূত) ঝালকাঠি জেলার ভিমরুলিতে ভাসমান পেয়ারা বাজার পরিদর্শন করেছেন। বিকেলে বাংলাদেশ বেতার বরিশালে রেডিও ইন্টারভিউতে অংশগ্রহণ করে রাষ্ট্রদূত ৩১৫ বছরের পুরনো বরিশাল সদর উপজেলার কড়াপুর এলাকার ঐতিহ্যবাহী মিঞা বাড়ি মসজিদ পরিদর্শন করেন। মসজিদ পরিদর্শনের সময় মুগ্ধতা প্রকাশ করে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, নতুন প্রজন্ম এদেশের সব ঐতিহ্যকে ধারণ ও লালন করবে। তিনদিনের সফরে মঙ্গলবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত আল রবার্ট মিলার নৌপথে গ্রীনলাইনের একটি ওয়াটার বাসে বরিশাল নৌ-বন্দরে এসে পৌঁছেন।
×