ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিটল-নিলয় গ্রুপ ও আদ্-দ্বীন হাসপাতালের মধ্যে চিকিৎসা সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশিত: ১২:০৪, ১২ জুলাই ২০১৯

 নিটল-নিলয় গ্রুপ ও আদ্-দ্বীন হাসপাতালের  মধ্যে চিকিৎসা সমঝোতা স্মারক স্বাক্ষর

অর্থনৈতিক রিপোর্টার ॥ আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের সঙ্গে নিটল-নিলয় গ্রুপের চিকিৎসা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকের আওতায় নিটল-নিলয় গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালসমূহ থেকে সর্বোচ্চ ১৫ শতাংশ ছাড়ে চিকিৎসা সেবা নিতে পারবে। বৃহস্পতিবার সকালে রাজধানী মগবাজার অবস্থিত আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন আদ্-দ্বীন হাসপাতাল সমূহের পরিচালক ডাঃ নাহিদ ইয়াসমিন ও সহকারী মহা-ব্যবস্থাপক আবু সাঈদ মোল্লা। নিটল-নিলয় গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন নিটল-নিলয় গ্রুপের পরিচালক (মানব সম্পদ উন্নয়ন) বিগ্রেডিয়ার জেনারেল কাজী আনোয়ার-উল-ইসলাম ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (উপদেষ্টা) ডাঃ কাজী রহমত-ই-মওলা। আদ্-দ্বীন হাসপাতালসমূহের পরিচালক ডাঃ নাহিদ ইয়াসমিন বলেন, ‘আদ্-দ্বীন হাসপাতাল স্বল্প ব্যয়ে মানসম্মত সেবা দিয়ে থাকে। হাসপাতালের সেবা সর্বত্র পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করছি। এই চিকিৎসা সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে নিটল-নিলয় গ্রুপের কর্মীরা আদ্-দ্বীন হাসপাতাল থেকে সাশ্রয়ী মূল্যে সেবা লাভ করতে পারবে।
×