ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৯৮৭ কোটি টাকার প্রকল্পে বদলে যাবে শাবি

প্রকাশিত: ১২:০৫, ১২ জুলাই ২০১৯

 ৯৮৭ কোটি টাকার প্রকল্পে বদলে  যাবে শাবি

হোসাইন ইমরান, শাবি ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধিকতর উন্নয়নের জন্য ৯৮৭ কোটি ৭৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক, যার বাস্তবায়ন হলে বিশ্ববিদ্যালয়ের বর্তমান জরাজীর্ণ চিত্র বদলে যাবে বলে মনে করছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার উপাচার্যের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে প্রকল্প বাস্তবায়ন নিয়ে এক মতবিনিময় সভায় বসেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সভায় তিনি বলেন, এই প্রকল্প বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি মেগা প্রজেক্ট, যার বাস্তবায়ন হলে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক চিত্র পাল্টে যাবে। অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আমাদের আবাসিক সমস্যা ও একাডেমিক স্পেসের সঙ্কট দূর হবে। গত মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়নের জন্য ৯৮৭ কোটি ৭৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়। উপাচার্য বলেন, এই উন্নয়ন প্রকল্পের মোট ২০টি খাত রয়েছে। ১৯৮৬ সালের পয়লা ফাল্গুন এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ৩৩ বছরে শাবিতে ছাত্রছাত্রীদের আবাসিক হল রয়েছে মাত্র ৫টি (একটি অপূর্ণাঙ্গ), একাডেমিক ভবন ৬টি, শিক্ষক-কর্মকর্তার থাকার ভবন রয়েছে ১টি করে।
×