ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুমিনুল-শান্তর শতকে বিশাল সংগ্রহ বিসিবির

প্রকাশিত: ১২:১৬, ১২ জুলাই ২০১৯

 মুমিনুল-শান্তর শতকে বিশাল সংগ্রহ বিসিবির

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতে আয়োজিত ডাঃ (ক্যাপ্টেন) কে. থিম্মাপ্পিয়াহ মেমোরিয়াল টুর্নামেন্টের প্রথম চারদিনের ম্যাচে চালকের আসনে আছে সফরকারী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। বৃহস্পতিবার দ্বিতীয়দিন ৭ উইকেটে ৫০০ রানে প্রথম ইনিংস ঘোষণার পর প্রতিপক্ষ বিদর্ভ ক্রিকেট এ্যাসোসিয়েশন ১ উইকেটে ১১৪ রানে দিন শেষ করেছে। বিসিবির পক্ষে অধিনায়ক মুমিনুল হক সৌরভ ১৬৯ রানে আউট হওয়ার পর নাজমুল হোসেন শান্ত ১১৮ রানের ইনিংস খেললে এই বড় সংগ্রহ পায়। এখনও ৩৮৬ রানে এগিয়ে আছে বিসিবি। ম্যাচের প্রথমদিন মাত্র ২ উইকেটে ৩০৩ রান তুলেছিল বিসিবি একাদশ। ৯৬ রানে জহুরুল ইসলাম অমি সাজঘরে ফিরেছিলেন। আর ১৫৭ রানে অপরাজিত ছিলেন মুমিনুল। দ্বিতীয় উইকেটে তারা ১৭৭ রানের বিশাল জুটি গড়েছিলেন। সেখান থেকে শুরু করা মুমিনুল দ্বিতীয়দিনে বেশিদূর যেতে পারেননি, মাত্র ১২ রান যোগ করেই বিদায় নিয়েছেন ১৬৯ রান করে। ২৪৩ বলে ২২ চার ও ১ ছক্কায় এ রান করেছিলেন মুমিনুল। ফলে তৃতীয় উইকেটে শান্তর সঙ্গে ১১৬ রানের বড় জুটি ভেঙ্গে যায়। চতুর্থ উইকেটে ৮ রানের বেশি যোগ হয়নি। ইয়াসির আলী রাব্বি মাত্র ৮ রানেই সাজঘরে ফেরেন। নুরুল ইসলাম সোহানও ২ রানে আউট হলে শান্তর সঙ্গে ষষ্ঠ উইকেটে আরিফুল হক জুটি বাঁধেন। তারা ৩৬ রান যোগ করেন। সেঞ্চুরি হাঁকিয়ে সেটিকে খুব বড় করতে পারেননি শান্ত। তিনি ২১৯ বলে ১৩ চার, ২ ছক্কায় ১১৮ রান তুলে ফিরে যান। এরপর একাই লড়েছেন আরিফুল। তিনি ১৪২ বলে ৫ চার, ৫ ছক্কায় ৭৭ রান করেন। তিনি সাজঘরে ফেরার ৮ বল পরেই ৭ উইকেটে ৫০০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে বিসিবি। বিদর্ভ ক্রিকেট এ্যাসোসিয়েশনের পক্ষে ৭৯ রানে ৪ উইকেট নেন দর্শন নলকাঁড়ে। জবাব দিতে নেমে বৃষ্টির বাগড়ায় পড়েছিল বিদর্ভের ইনিংস। তবে এর মাঝেই সঞ্জয় ও অক্ষয় কোলহারের দুর্দান্ত ব্যাটিংয়ে ভালই জবাব দিতে থাকে তারা। ১১৪ রানের দীর্ঘ জুটিতে ভাঙ্গন ধরান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ৮০ বলে ৫ চার, ২ ছক্কায় ৪৯ রান করা সঞ্জয় সাজঘরে ফিরলেই দিনের খেলায় সমাপ্তি টানেন আম্পায়াররা। অক্ষয় ১০১ বলে ১০ চারে ৬২ রানে অপরাজিত আছেন। এখনও ৩৮৬ রানে এগিয়ে বিসিবি।
×