ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হার্টের ‘বিশেষ অংশে কিডনি থাকে’, বললেন ট্রাম্প

প্রকাশিত: ২৩:০৯, ১২ জুলাই ২০১৯

হার্টের ‘বিশেষ অংশে কিডনি থাকে’, বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক ॥ হৃদপিণ্ডের গুরুত্বপূর্ণ অংশে মূত্রাশয়ের অবস্থান- এমনটা বলে চিকিৎসকদের চোখ কপালে তুলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওয়াশিংটন ডিসির আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে মার্কিনিদের কিডনি বা মূত্রাশয় সংক্রান্ত স্বাস্থ্যসেবা নীতির উন্নয়নে তার সরকারকে নির্দেশনা দিয়ে এক নির্বাহী আদেশে ট্রাম্প স্বাক্ষর করেন। মার্কিন প্রেসিডেন্ট সেই অনুষ্ঠানেই কিডনিকে হার্টের অংশ দাবি করেন বলে জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট। স্বাক্ষর অনুষ্ঠানে চিকিৎসকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, “আপনারা এসব নিয়ে কঠোর পরিশ্রম করেছেন। আপরা কিডনি নিয়ে খুব পরিশ্রম করেছেন। খুবই গুরুত্বপূর্ণ। হৃদযন্ত্রের গুরুত্বপূর্ণ স্থানে কিডনি থাকে। এটা অসাধারণ বিষয়।” মার্কিন জনগণের পক্ষ থেকে চিকিৎসকদের ধন্যবাদও জানান তিনি। মানব অঙ্গ-প্রত্যঙ্গ এবং এর অবস্থান নিয়ে ট্রাম্পের দাবির সঙ্গে সত্যির বিরাট ফারাক। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সোসাইটির তথ্য অনুযায়ী, কিডনি বা মূত্রাশয় হলো এমন একটি অঙ্গ যা রেচনের মাধ্যমে আমাদের শরীরের দূষিত পদার্থগুলো বের করে দেয়। এটি আমাদের শরীরের পেছনের অংশে পাঁজরের নিচে থাকে।
×