ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অবশেষে থাইল্যান্ড যাত্রা হকি দলের

প্রকাশিত: ০১:০০, ১২ জুলাই ২০১৯

অবশেষে থাইল্যান্ড যাত্রা হকি দলের

অনলাইন ডেস্ক ॥ ইনডোর এশিয়া কাপে অংশ নিতে বৃহস্পতিবার থাইল্যান্ড যাওয়ার কথা ছিল জাতীয় হকি দলের। কিন্তু ভিসা জটিলতার কারণে জিমি-সিটুলদের থাইল্যান্ড যাওয়া হয়ে পড়েছিল অনিশ্চিত। অবশেষে ভিসা পাওয়ায় শুক্রবার সকালে থাইল্যান্ড যাত্রা করেছে হকি দল। ১৫ জুলাই থাইল্যান্ডের চুনবুরিতে শুরু হবে এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের মাধ্যমে জিমি-শিটুলদের আন্তর্জাতিক ইনডোর হকির সঙ্গে পরিচয় হচ্ছে। প্রথম অংশগ্রহণে যাতে বাংলাদেশ ভালো ফলাফল করে সে উদ্দেশ্যে হকি ফেডারেশনের নতুন কমিটি ইরান থেকে কোচ এনে খেলোয়াড়দের টেনিংয়ের ব্যবস্থা করেছে। টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। প্রতিপক্ষ ইরান, মালয়েশিয়া, ফিলিপাইন ও স্বাগতিক থাইল্যান্ড। 'বি' গ্রুপের দলগুলো হচ্ছে- চাইনিজ তাইপে, কাজাখস্তান, মিয়ানমার, নেপাল, সিঙ্গাপুর ও উজবেকিস্তান। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১৫ জুলাই মালয়েশিয়ার বিরুদ্ধে। ‘এ’ গ্রুপ : বাংলাদেশ, ইরান, মালয়েশিয়া, ফিলিপাইন ও থাইর্ল্যাড। ‘বি’ গ্রুপ : চাইনিজ তাইপে, কাজাখস্তান, মিয়ানমার, নেপাল, সিঙ্গাপুর ও উজবেকিস্তান। গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচগুলো ১৫ জুলাই : বাংলাদেশ-মালয়েশিয়া ১৬ জুলাই : বাংলাদেশ-ইরান ১৭ জুলাই : বাংলাদেশ-ফিলিপাইন ১৮ জুলাই : বাংলাদেশ-থাইল্যান্ড বাংলাদেশ হকি দল অসীম কুমার গোপ, আবু সাঈদ নিপ্পন, ইমরান হাসান পিন্টু, রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিটুল (অধিনায়ক), ফজলে হোসেন রাব্বি, সারওয়ার হোসেন, মইনুল ইসলাম কৌশিক, মিলন হোসেন ও রোমান সরকার। প্রধান কোচ : হামিদরেজা বোখারাই। কোচ : জাহিদ হোসেন রাজু। ম্যানেজার : জামিল আবু নাসের।
×