ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্রীড়া সাংবাদিক অজয় বড়ুয়া আর নেই!

প্রকাশিত: ০৯:০০, ১২ জুলাই ২০১৯

ক্রীড়া সাংবাদিক অজয় বড়ুয়া আর নেই!

স্পোর্টস রিপোর্টার : প্রবীণ ও বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক এবং দৈনিক সংবাদের ক্রীড়া সম্পাদক অজয় বড়ুয়া (৭২) শুক্রবার সকালে লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এ সময় তিনি ১ ছেলে, ২ মেয়ে, নাতি,-নাতনি এবং আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মরদেহ ঢাকায় আনা হবে। ইংল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেটের সংবাদ সংগ্রহ করতে ৩১ মে সস্ত্রীক লন্ডন যান। বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কাভারও করেন। জুনের শেষ সপ্তাহে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। বড় সন্তান হীমাদ্রি বড়ুয়া টুটুলের বাসায় কয়েকদিন জ¦রে ভোগার পর ২৩ জুন লন্ডনের কিং জর্জ হাসপাতালে ভর্তি হন। নিউমোনিয়া, হৃদরোগ ও অন্যান্য জটিলতায় পরবর্তীতে তাকে সেন্ট বার্র্টস হাসপাতালে স্থানান্তর করা হয়। এই হাসপাতালেই তার হৃদপিন্ডে ঢাকায় স্থাপন করা পেসমাকার খুলে সাময়িকভাবে স্থাপন করা হয়। সফল অস্ত্রোপাচারের পর জ্ঞান ফিরলেও তিনি আর স্বাভাবিক পর্যায়ে ফিরেননি। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের মধ্যেই ছিলেন। ৮ জুলাই থেকে শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিটি স্ক্যান রিপোর্টে মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টি নিশ্চিত হন তার পরিবার। হাসপাতালেই লন্ডন সময় শুক্রবার সময় রাত ২টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১ সেপ্টেম্বর ১৯৪৭ সালে চট্টগ্রামে জন্ম গ্রহণ করেন এই ক্রীড়া সাংবাদিক। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও চট্টগ্রাম কলেজে এসএসসি, ইন্টারমিডিয়েট সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা থেকেই তার ক্রীড়ার প্রতি ঝোঁক ছিল। বিশ্ববিদ্যালয়ে ফুটবল দলের নিয়মিত সদস্য ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়র হয়ে পশ্চিম পাকিস্তান সফর করেন। বিশ্ববিদ্যালয়ে ক্রীড়াক্ষেত্রে অবদান স্বরুপ ‘ব্লু’ পদক পান। জগন্নাথ হলের ক্রীড়া সম্পাদকও ছিলেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীর হয়ে ফুটবলও খেলেছেন। ছাত্র জীবনে বাম রাজনীতির (বাংলাদেশ ছাত্র ইউনিয়ন) সাথেও সম্পৃক্ত ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর সাংবাদিকতায় নিজের ক্যারিয়ার গড়ার মনোনিবেশ করেন। স্বাধীনতার পর থেকেই ক্রীড়া ও বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন। ১৯৭৪ সালে দৈনিক সংবাদে ক্রীড়া প্রতিবেদক হিসেবে যোগ দেন। মৃত্যু অবধি তিনি সংবাদের ক্রীড়া সম্পাদক ও ইউনিট চীফ হিসেবে দায়িত্বরত ছিলেন। পেশাগত জীবনে তিনি অনেক আন্তর্জাতিক টুর্নামেন্ট কাভার করেছেন। ১৯৮০ সালে ব্যাংককে যুব এশিয়ান ফুটবল কাভারের মধ্য দিয়ে তার দেশের বাইরে আন্তর্জাতিক টুর্নামেন্ট কাভার করা শুরু। পেশাগত কাজে তিনি বিভিন্ন দেশ সফর করেন। ১৯৯৯ সালে ইংল্যান্ডে বাংলাদেশ প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করে। তিনি সংবাদের হয়ে সেই বিশ্বকাপ কাভার করেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বাংলাদেশ স্পোর্টজ জার্নালিস্টস এ্যাসোসিয়েশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নির্বাহী কমিটির কয়েক বার সহ-সভাপতি, নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। অজয় বড়ুয়ার মৃত্যুতে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এ্যাসোসিয়শন (বিএসজেএ), বাংলাদেশ স্পোর্টস প্রেস এ্যাসোসিয়েশন (বিএসপিএ), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ হকি ফেডারেশন, বাংলাদেশ আরচারি ফেডারেশনসহ অনেক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
×