ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাদক গ্রহণের অভিযোগে চীনে ১৬ বিদেশী আটক

প্রকাশিত: ০৯:১৩, ১৩ জুলাই ২০১৯

 মাদক গ্রহণের  অভিযোগে  চীনে ১৬  বিদেশী  আটক

চীনের জিয়াংসু প্রদেশ থেকে যুক্তরাজ্যের চার নাগরিকসহ ১৬ বিদেশীকে আটক করা হয়েছে। মাদক গ্রহণের অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে বেজিংয়ের ব্রিটিশ দূতাবাস থেকে জানানো হয়েছে। বিবিসি ও সিনহুয়া। ব্রিটিশ দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ‘জিয়াংসু প্রদেশে যুক্তরাজ্যের চার নাগরিক আটকের পর আমরা চীনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি এবং নাগরিকদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।’ চীনা পুলিশ জানায়, পরীক্ষায় ১৬ বিদেশীর সবার রক্তের নমুনায় মাদক পাওয়া গেছে। তবে তারা ঠিক কী ধরনের মাদক গ্রহণ করেছেন সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। চীনে মাদক আইন অত্যন্ত কঠোর। মঙ্গলবার জিয়াংসু প্রদেশের ‘সুঝৌ পাবলিক সিকিউরিটি ব্যুরো’ চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে দেয়া এক বিবৃতিতে সাফল্যের সঙ্গে একটি মাদক চক্রকে গ্রেফতারের কথা জানায়।
×