ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এটিএম শামসুজ্জামানকে দেখতে গেলেন কবরী

প্রকাশিত: ০৯:২৫, ১৩ জুলাই ২০১৯

 এটিএম শামসুজ্জামানকে দেখতে গেলেন কবরী

স্টাফ রিপোর্টার ॥ খ্যাতিমান অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখতে গেলেন আরেক খ্যাতিমান অভিনেত্রী সারাহ বেগম কবরী। বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২১২নং ভিআইপি কেবিনে চিকিৎসাধীন এটিএম শামসুজ্জামানকে শুক্রবার সকালে দেখতে যান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি সারাহ বেগম কবরী। তিনি তার চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি শেখ মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, কণ্ঠশিল্পী বৃষ্টি রাণী সরকার, মোঃ লিফটন প্রমুখ। বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থা উন্নতির দিকে। তাকে নিয়মিত নার্সিং, ফিজিও থেরাপিসহ অন্যান্য সেবা প্রদানের লক্ষ্যে কিছুদিনের জন্য রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। বরেণ্য ও শক্তিমান এ অভিনেতা গত ২৬ এপ্রিল থেকে রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি হাসপাতালেই ঈদ কাটিয়েছেন। এটিএম শামসুজ্জামান বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঋণ কোনদিন শোধ করতে পারব না। তিনি হাজার কাজ থাকা সত্ত্বেও প্রায় প্রতিদিনই আমার খোঁজ-খবর নিয়েছেন। বাংলাদেশে তার মতো সংস্কৃতিবান্ধব সরকার আগে কখনও আসেনি। এছাড়া সারাদেশের মানুষ যে দোয়া করেছেন তারজন্য তিনি সবার প্রতি চিরকৃতজ্ঞ। সবার দোয়ায় তিনি আপাতত এখন সুস্থর দিকে যাচ্ছেন। তিনি ট্রেজারার ডাঃআতিকুর রহমানের তত্ত্বাবধানে আছেন। এর আগে চলতি বছরের ১৩ মে আনুষ্ঠানিকভাবে এটিএম শামসুজ্জামানের চিকিৎসার সব ধরনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অভিনেতার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইতোমধ্যে ১০ লাখ টাকার চেক হাসপাতালের তহবিলে জমা দেয়া হয়েছে। প্রসঙ্গত এটিএম শামসুজ্জামান অভিনয়ে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পান রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক। অভিনয়ের পাশাপাশি তিনি একজন প্রযোজক, চিত্রনাট্যকার এবং নির্মাতা।
×