ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শ্রীপুরে টেক্সটাইল মিলে আগুন, দগ্ধ ৮

প্রকাশিত: ১২:৩৩, ১৩ জুলাই ২০১৯

শ্রীপুরে টেক্সটাইল  মিলে আগুন,  দগ্ধ ৮

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরের জারবা টেক্সটাইল মিলস লিমিটেড কারখানায় শুক্রবার রাতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে কারখানার কর্মকর্তাসহ আটজন দগ্ধ ও বেশ কয়েকজন আহত হয়েছেন। দগ্ধ চারজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দগ্ধরা হলেন কারখানার রক্ষণাবেক্ষণ অফিসার বরিশালের বাবুগঞ্জ উপজেলার আব্দুর রউফ হাওলাদারের ছেলে রিপন মিয়া (৩০), রংপুরের তারাগঞ্জ উপজেলার শফিকুল ইসলামের ছেলে কারখানার ই-সহকারী প্রকৌশলী খলিল মিয়া (২৪), বরগুনার আমতলী উপজেলার ইসমাইল গাজীর ছেলে কারখানার ফায়ার অফিসার সিদ্দিকুর রহমান (৩৮), রংপুরের গঙ্গাচরা উপজেলার বাদশা মিয়ার ছেলে আরিফুল ইসলাম (২৫), মিজান (২৭), সাইফুল (২৬), সজীব (২৮) ও হাফিজ (৩০)। মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল ও স্থানীয়রা জানান, উপজেলার মাওনা উত্তরপাড়ার নোমান শিল্প গ্রুপের জারবা টেক্সটাইল মিলস্ লিমিটেড কারখানার জেনারেটর রুমে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। বিস্ফোরণে ওই কক্ষের দরজা-জানালাসহ বিভিন্ন মালামাল উড়ে বেশ কয়েক গজ দূরে ছিটকে পড়ে। গ্যাসের অতিরিক্ত চাপের কারণে জেনারেটর রুমের পাশে গ্যাসলাইন লিকেজ থেকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মাওনা স্টেশনের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানার কর্মীরা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজসহ বিভিন্ন ব্যক্তিবর্গ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন।
×