ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বসুন্ধরা কিংস বিএফএসএফ অ-১৪ একাডেমি কাপ ফুটবল

প্রকাশিত: ০৭:১৩, ১৩ জুলাই ২০১৯

বসুন্ধরা কিংস বিএফএসএফ অ-১৪ একাডেমি কাপ ফুটবল

স্পোর্টস রিপোর্টার ॥ বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম (বিএফএসএফ) অনুর্ধ-১৪ একাডেমির কাপের গ্রুপিং চূড়ান্ত হয়েছে। শনিবার ঢাকার পল্টনের একটি হোটেলে বিএফএসএফ এর সভাপতি কাজী শহীদুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন যুবায়েরের পরিচালনায় দলগুলোর প্রতিনিধি সভায় ফোরামের নির্বাহী কমিটি, টুর্নামেন্ট কমিটি এবং অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ১২ দলকে চার গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের শীর্ষ দল সরাসরি সেমিফাইনালে খেলবে। অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে টুর্ণামেন্টের ফর্মেশন এবং বাইলজ চূড়ান্ত করা হয়। উপস্থিত প্রতিনিধিরা খেলোয়াড়দের বয়স সঠিকভাবে নিরূপণের জন্য টুর্নামেন্টের কমিটির প্রতিনিধিদের উপস্থিতিতে খেলোয়াড় বাছাইয়ের বিষয়ে একমত হন। উল্লেখ্য, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের আয়োজনে দেশের ১২টি একডেমি দল নিয়ে প্রথমবারের মতো এই আসরটি মাঠে গড়াবে আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে। গ্রুপ ‘ক’ : ফুটবল একাডেমি ফেনী, এমকে গ্যালাকটিকো ও ধলেশ্বরী ফুটবল একাডেমি, গ্রুপ ‘খ’ ; গোগনগর ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র, ভূঁইয়া ফুটবল একাডেমি ও এফসি খুলনা, গ্রুপ ‘গ’ : ব্রাহ্মণবাড়িয়া ফুটবল ইউনাইটেড একাডেমি , গেন্ডারিয়া সোনালী অতীত ফুটবল একাডেমি ও কেরানীগঞ্জ ফুটবল একাডেমি, গ্রুপ ‘ঘ’ : আসাদুজ্জামান স্পোর্টস একাডেমি, শামস উল হুদা ফুটবল একাডেমি ও কুড়িগ্রাম ফুটবল একাডেমি।
×