ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিপিএল ফুটবলে একদিনে পাঁচটি করে ম্যাচ!

প্রকাশিত: ০৭:৫১, ১৩ জুলাই ২০১৯

বিপিএল ফুটবলে একদিনে পাঁচটি করে ম্যাচ!

স্পোর্টস রিপোর্টার ॥ বিগত সময়ের চেয়ে এই মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের (বিপিএল) সূচি পরিবর্তন না করে ভালই প্রশংসা কুড়িয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে লিগের প্রায় শেষ দিকে এসে এই গৌরব বুঝি আর ধরে রাখতে পারছে না দেশীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি! কেননা আবারও লিগের সূচিতে পরিবর্তন এনেছে তারা। পরিবর্তিত সূচি অনুযায়ী ২২তম রাউন্ডটি ১৪ জুলাইয়ের পরিবর্তে ১৫ জুলাই থেকে শুরু হচ্ছে। স্বভাবতই পরের ম্যাচগুলোও বডিলি শিফট হচ্ছে। সোমবার বিকেল ৪টায় ময়মনসিংহের রফিকউদ্দিন ভুইয়া স্টেডিয়ামে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মুখোমুখি হচ্ছে সাইফ স্পোর্টিং ক্লাব। এরপর ১৬ জুলাই একই দিনে ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে প্রিমিয়ার লিগে, যা আগে কখনও হয়নি। এই পরিবর্তনের কারণ হিসেবে বাফুফে অবশ্য দায় চাপাচ্ছে বর্ষা এবং বৃষ্টিপাতের ওপর। প্রথম লেগে বর্ষার উৎপাত সেভাবে না হলেও দ্বিতীয় লেগে বর্ষার ঘনঘটায় আশঙ্কা করা হচ্ছিল এই বুঝি মাঠ খেলার অনুপযুক্ত হয়ে না পড়ে। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হয়েছে। যদিও বর্ষা মৌসুম এড়াতে নানান পরিকল্পনা নিয়ে এবার লিগ শুরু করেছিল বাফুফে। কিন্তু এত কিছু করেও সেই অনাকাক্সিখত বর্ষাকে এড়াদে পারেনি তারা। এই যেমন কদিন আগেই বসুন্ধরা-আরামবাগ ম্যাচটি একদিন পিছিয়ে যায়। কারণ ছিল মাঠে অত্যাধিক বর্ষণ। ময়মনসিংহে অনুষ্ঠেয় ম্যাচটি প্রথম ৮ মিনিট মাঠে গড়ানোর পরেই বৃষ্টিতে বন্ধ হয়ে যায। ফলে ম্যাচ কমিশনার ম্যাচটি স্থগিত করেন। পরের দিন ম্যাচটির ৮২ মিনিট অনুষ্ঠিত হয়। এই বর্ষার কারণেই যে লিগের সূচিতে আবারও পরিবর্তন আনা হয়েছে। এছাড়াও প্রতি রাউন্ডে এক দিনেই চার থেকে ৫ টি করে ম্যাচও রাখা হয়েছে। অতীতে দেখা গেছে বিপিএল অনেক ঘটা করে শুরু করেও শেষটা ঠিকমতো করতে পারেনা বাফুফে। এজন্য অবশ্য ক্লাবগুলোও কোন অংশে কম দায়ী নয়। নানা বিষয়ে তাদের গোঁয়ার্তুমি, নখরামি ... অন্যান্য ঝামেলা তো আছেই। কোনবার রেলিগেশন নিয়ে দ্ব›দ্ব। কখনও বা রেফারিং নিয়ে ক্লাবের আপত্তি। কোনবার রিফিউজ টু প্লে। আর এবার শুরু হয়েছে লিগ শেষ হবার আগেই দলবদলের তারিখ ঘোষণা করায় ক্লাবগুলোর আপত্তি। লিগের মাঝপথে এসে দলবদলের তারিখ দেয়ায় খেলোয়াড়রা নাকি পা বাঁচিয়ে খেলা শুরু করেছেন! যদিও বাফুফে আগস্টের ১৬ তারিখে দলবদলের তারিখ নির্ধারণ করে দিয়েছে। কিন্তু প্রতিবারের মতো এবারও নির্ধারিত সময়ের আগেই এক ক্লাব থেকে অন্য ক্লাবে পাড়ি জমাতে ব্যস্ত হয়ে পড়েছেন ফুটবলাররা। ইতোমধ্যে বেশ কজন ফুটবলারের দলবদলের গুঞ্জন শোনা যাচ্ছে ফুটবল পাড়ায়। তবে আরামাগের ফুটবলার রবিউল ইসলামের অর্ধ কোটি টাকায় বসুন্ধরা কিংসে যোগ দেয়ার খবরেই বেশি তোলপাড় হচ্ছে। এমন অবস্থায় সত্যিই ফুটবলাররা বর্তমান ক্লাবের জন্য কতটা আন্তরিক হয়ে খেলে লিগ শেষ করবেন সত্যিই সেটি প্রশ্নের মুখে পড়েছে। বাফুফে বলছে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করেই দল বদলের সময় নির্ধারণ করা হয়েছে। আর কয়েকটি ক্লাব বাফুফের সেই দাবিকে উড়িয়ে দিচ্ছে। তাদের দাবি এক সপ্তাহের মধ্যে দলবদলের তারিখ পরিবর্তন না করা হলে চলতি লিগ থেকেও সরে আসবেন তারা। সব মিলে বেশ উত্তপ্ত এখন ফুটবল অঙ্গন। বাফুফেও চাইছে তরিঘরি করে লিগ শেষ করে দিতে। যে কারণে প্রায় প্রতি রাউন্ডেই শুরুর দিকে দিনে একটি-দু’টি ম্যাচ রাখা হলেও পরদিনই চার থেকে পাঁচটি করে ম্যাচ দিয়ে দু’দিনের মধ্যে এক রাউন্ড শেষ করে দিচ্ছে আয়োজকরা।
×