ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টয়লেটে মোবাইল ফোনে দাবার চাল দেখে ধরা খেলেন বাংলাদেশের দাবা কোচ!

প্রকাশিত: ০৮:১২, ১৩ জুলাই ২০১৯

টয়লেটে মোবাইল ফোনে দাবার চাল দেখে ধরা খেলেন বাংলাদেশের দাবা কোচ!

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের জাতীয় দাবা দলকে এর আগে পাঁচ দফায় কোচিং করিয়েছেন ইগর রাউসিস। লাটভিয়ার এই সুপার গ্র্যান্ডমাস্টার ষষ্ঠবারের মতো বাংলাদেশের কোচের দায়িত্ব পালন করার কথা ছিল আগামী আগস্ট থেকে। কিন্তু তা আর হচ্ছে না। কারণ প্রতারণা করে ধরা পড়েছেন বর্তমানে চেক প্রজাতন্ত্রের হয়ে খেলা ৫৮ বছর বয়সী এই দাবাড়ু। ফ্রান্সের স্ট্রাসবুর্গ ওপেন চলার সময় টয়লেটে বসে লুকিয়ে দাবার চাল দেখার সময় ধরা পড়েন রাউসিস। কেননা দাবার আন্তর্জাতিক টুর্নামেন্টে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। বয়সের বাধা ভেঙে ফেলা রাউসিসের ঈর্ষণীয় পারফরম্যান্সের কারণ জানতেই ফিদে তাকে রাখে সন্দেহের আওতায়। শেষ পর্যন্ত হাতেনাতে ধরা পড়লেন তিনি। ফিদে জানায়, পুলিশ রাউসিসের বিষয়টি তদন্ত করছে। তবে শাস্তি হিসেবে তাৎ¶ণিকভাবে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে রাউসিসকে। টয়লেটে বসে লুকিয়ে মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি স্বীকারও করে নিয়েছেন রাউসিস।
×