ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিফা র‍্যাকিংয়ে সাবিনাদের অবনমন

প্রকাশিত: ০৮:১৫, ১৩ জুলাই ২০১৯

ফিফা র‍্যাকিংয়ে সাবিনাদের অবনমন

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব মহিলা ফুটবলে ফিফার সর্বশেষ র‍্যাকিংয়ে তিন ধাপ অবনতি ঘটেছে বাংলাদেশের। ঘোষিত এ র‍্যাকিংয়ে ১৫৮ দেশের মধ্যে সাবিনা-মৌসুমী-কৃষ্ণা-মারিয়াদের অবস্থান ১৩০। যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় স্থানে আছে জার্মানি। এর আগে গত ২৯ মার্চ ঘোষিত ফিফা র্যাং কিংয়ে বাংলাদেশের মেয়েরা ছিল ১২৭ নম্বরে। বাংলাদেশের মেয়েরা তিন ধাপ পেছালেও ছয় ধাপ এগিয়েছে প্রতিবেশী দেশ ভারতের মেয়েরা। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের এই পরাশক্তি দেশটি ৬৩ থেকে উঠে এসেছে ৫৭ নম্বরে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যথারীতি শীর্ষে ভারত। এরপর নেপাল ও বাংলাদেশ। পরের অবস্থানগুলো য়থাক্রমে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটানের। সর্বশেষ ফিফা র্যাং কিংয়ে এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে অস্ট্রেলিয়া। জাপানকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে উত্তর কোরিয়া। এর পর অবস্থান চীন,দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামের।
×