ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

কলাপাড়ায় শেখ কামাল সেতুর ফুটপাথের স্লিপার ভেঙ্গে গেছে

প্রকাশিত: ০১:৫৬, ১৪ জুলাই ২০১৯

কলাপাড়ায় শেখ কামাল সেতুর ফুটপাথের স্লিপার ভেঙ্গে গেছে

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কলাপাড়ায় শেখ কামাল সেতুর পশ্চিম দিকের ফুটপাথের তিনটি (স্লিপার) স্লাব ভেঙ্গে গেছে। আরও একটি স্লাব অর্ধেকটা ভেঙ্গে রয়েছে। ফলে সেতুতে চলাচলকারী সাধারণ মানুষের ঝুঁকি বেড়েছে। রাতের বেলা সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়। যে কোন সময় পা ফঁসকে আহত হওয়ার শঙ্কা বেড়েছে। বিকেল থেকে সেতুর ওপর অবস্থান নেয়া এবং চলাচলকারী দর্শনার্থীরা সমস্যায় পড়ছে। আন্ধারমানিক নদীর ওপর নির্মিত এ সেতুটি এখন এ জনপদের মানুষের কাছে দর্শনীয় স্পটে পরিনত হয়েছে। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী সেতুটি ঘুরে দেখেন। অবলোকন করেন আন্ধারমানিক নদীর নৈসর্গিক দৃশ্য। এছাড়াও সেতুর দুই পাশের অন্তত ৩২টি সোলার সিস্টেম নষ্ট হয়ে গেছে। বাকি সোলারের ভোল্টেজ লো থাকে। রাতে সেতুর অধিকাংশ অন্ধকার থাকে। ভীতসন্ত্রস্ত থাকেন আগত দর্শনার্থী। সড়ক ও জনপথ বিভাগ পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী শাহ মোহাম্মদ শামস মোকাদ্দেস জানান, শীঘ্রই স্লিপার ও সোলার সিস্টেম ঠিক করে দেয়া হবে। আন্ধার মানিক নদীর উপরে ৮৯১ দশমিক ৭৬ মিটার দীর্ঘ শেখ কামাল নামে মূল সেতুটি নির্মিত হয়। ১৯টি স্প্যানের উপর সেতুটির রয়েছে আরও ৪০০ মিটার সংযোগ সড়ক। ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
×