ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ ফাইনাল : শিরোপা জিততে ইংল্যান্ডের দরকার ২৪২ রান

প্রকাশিত: ০৭:৫৭, ১৪ জুলাই ২০১৯

বিশ্বকাপ  ফাইনাল : শিরোপা জিততে ইংল্যান্ডের দরকার ২৪২ রান

অনলাইন রিপোর্টার ॥ টস জিতে ব্যাটিং নেয়ার সিদ্ধান্তটা বোধহয় যুতসই হলো না নিউজিল্যান্ডের। মার্টিন গাপটিল আজও ব্যর্থ গোটা টুর্নামেন্টের মতো। লর্ডসে দ্বাদশ বিশ্বকাপের ফাইনালে ব্যাট করতে নেমে কিউইদের উদ্বোধনী জুটি থেকে আসে মাত্র ২৯ রান। গাপটিল ১৯ রান করেই ফেরেন ক্রিস ওকসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে। অধারাবাহিকতা অক্ষুণ্ণ একেবারে। আরেক উদ্বোধনী হ্যানরি নিকোলস আর কেন উইলিয়ামসন মিলে সামলান গাপটিল ধাক্কা। নিউজিল্যান্ডের ইনিংসে এই দুইজনের জুটিটাই সবচেয়ে বড়। ৭৪ রানের জুটি গড়ে উইলিয়ামসন ফেরেন লিয়াম প্লাঙ্কেটের বলে ক্যাচ দিয়ে ৩০ রান করে। খানিক বাদে নিকোলসও ফেরেন অর্ধশতক পূর্ণ করে ৫৫ রানে প্লাঙ্কেটের বলে বোল্ড হয়ে। এরপর বাকিদের আশা যাওয়ার মাঝে কিছুটা স্বস্তি দেয়ার চেষ্টা করেন টম ল্যাথাম। রস টেলরও এমন গুরুত্বপূর্ণ ম্যাচে করেন ১৫ রান। মার্ক উডের বলে লেগ বিফোর হলেও বল ট্র্যাকিংয়ে আম্পায়ার মারাইস ইরাসমাসের দেয়া সিদ্ধান্ত ভুল ছিল। প্লাঙ্কেটের বলে জিমি নিশাম ফেরেন ১৯ রানে আর কলিন ডি গ্রান্ডওমকে ১৬ রানে ফেরান ক্রিস ওকস। টম ল্যাথাম যখন ছন্দে ফিরেছেন, তুলছিলেন রান তখনই কাঁটা হয়ে দাঁড়ান ওকস। তাকে ৪৭ রানে ফেরান এই পেসার। শেষে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪১ রানের বেশি করতে পারেনি কিউইরা। ইংলিশদের হয়ে ৩টি করে উইকেটে নেন ক্রিস ওকস ও লিয়াম প্লাঙ্কেট। এছাড়া ১টি করে উইকেট নেন মার্ক উড ও জোফরা আর্চার।
×