ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্যালিলিও স্যাটেলাইট সেবায় বিভ্রাট

প্রকাশিত: ০৬:২১, ১৫ জুলাই ২০১৯

গ্যালিলিও স্যাটেলাইট সেবায় বিভ্রাট

অনলাইন ডেস্ক ॥ বড় ধরনের বিভ্রাটের শিকার হয়েছে ইউরোপের স্যাটেলাইট-ন্যাভিগেশন ব্যবস্থা গ্যালিলিও। শুক্রবার থেকেই এই স্যাটেলাইটের নেটওয়ার্ক বিচ্ছিন্ন বলে জানানো হয়েছে। স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশনে প্রযুক্তিগত ত্রুটির কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। এই সমস্যার কারণে নতুন মডেলের স্মার্টফোনের মতো সব ধরনের রিসিভার কোনো উপযোগী সময় বা অবস্থানের তথ্য পাবে না। এই ডিভাইসগুলো এখন মার্কিন গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস)-এর ওপর নির্ভর করবে বলে জানানো হয়েছে। স্যাট-ন্যাভ চিপের ওপর ভিত্তি করে স্মার্টফোন এবং অন্যান্য ডিভাইসগুলো রাশিয়ান গ্লোনাস এবং চীনা বাইদু নেটওয়ার্কেও যুক্ত হতে পারে। এযাবৎ পরীক্ষামূলক পর্যায়েই ছিলো গ্যালিলিও। ফলে জটিল অ্যাপ্লিকেশন এতে চলবে এখনই এমনটা ধারণা করা হচ্ছে না। গ্যালিলিও সিগনাল হারাতে পারে বৃহস্পতিবার এমনটা নোটিফিকেশন দিয়ে জানিয়েছে ইউরোপিয়ান জিএনএসএস এজেন্সি (জিএসএ)। শুক্রবার আরেক নোটিফিকেশনে বলা হয় পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সেবা বন্ধ থাকবে। জিএসএ’র পক্ষ থেকে বলা হয়, “যত দ্রুত সম্ভব ত্রুটি সারাতে বিশেষজ্ঞরা কাজ করছেন। বিভ্রাটের মূল কারণ খতিয়ে দেখতে এবং সারানোর প্রক্রিয়া ঠিক করতে তাৎক্ষণিকভাবে একটি রিভিউ বোর্ড গঠন করা হয়েছে।” ইতালিতে প্রিসাইজ টাইমিং ফ্যাসিলিটিতে (পিটিএফ) ত্রুটির কারণেই এমনটা হয়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। গ্যালিলিও কি? ইউরোপিয়ান কমিশন এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির একটি প্রকল্প। পুরো ব্যবস্থাটি ২৪টি স্যাটেলাইটের একটি সিস্টেম। এছাড়াও জরুরী ব্যবস্থার জন্য কক্ষপথে বাড়তি কিছু স্যাটেলাইট রয়েছে। ইতোমধ্যেই কক্ষপথে ২৪টি স্যাটেলাইট রয়েছে, সামনের বছর আরও দুইটি পাঠানো হবে। প্রকল্পের মূল বাজেট ছিলো ৩০০ কোটি ইউরো। তবে এর খরচ এখন তিন গুণের বেশি ছাড়িয়েছে। মার্কিন জিপিএস, চীনা বাইদু এবং রাশিয়ান গ্লোনাস ব্যবস্থার সঙ্গে কাজ করে। রিয়েল-টাইম পজিশনিং এক মিটার বা তার চেয়েও কমিয়ে আনার অঙ্গীকার করেছে প্রকল্পটি।
×