ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রথম ম্যাচেই শোচনীয় হারে শুরু বাংলাদেশের!

প্রকাশিত: ০৬:৫৮, ১৫ জুলাই ২০১৯

প্রথম ম্যাচেই শোচনীয় হারে শুরু বাংলাদেশের!

স্পোর্টস রিপোর্টার ॥ ইনডোর এশিয়া কাপে উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৬-০ গোলে হেরেছে বাংলাদেশ। থাইল্যান্ডের চোনবুরিতে এই ফরম্যাটের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল শিতুল-জিমিরা। তবে এফআইএইচ ইনডোর ওয়ার্ল্ড র‌্যাংকিং-এর ২৪তম দলটির অভিজ্ঞতার সঙ্গে পেরে ওঠেনি লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধেই ৪-০ গোলে লিড নেয় নিজেদের সপ্তম ইনডোর এশিয়া কাপ খেলতে আসা মালয়েশিয়া। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করলে ৬-০ গোলের শোচনীয় হার নিয়ে ম্যাচ শেষ করে বাংলাদেশ। আজ মঙ্গলবার বাংলাদেশের আরও কঠিন পরীক্ষা, যেখানে তাদের প্রতিপক্ষ ওয়ার্ল্ড ইনডোর র‌্যাংকিং-এর চতুর্থ দল ও বর্তমান চ্যাম্পিয়ন ইরান। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। মালয়েশিয়ার হয়ে গোলগুলো করেন ইয়াকোব শাফিক (পেনাল্টি কর্নার, ২ মিনিটে), মোহাম্মদ ফারিদজুল (ফিল্ড গোল, ৫ মিনিটে), সিলভারিয়াস শেলো (ফিল্ড গোল, ১৫ মিনিটে), ইয়াকোব শাফিক (পেনাল্টি স্ট্রোক, ২০ মিনিটে), মোহাম্মদ ফারিদজুল (ফিল্ড গোল, ৩৭ মিনিটে) এবং ওমার ফিরদাউস (ফিল্ড গোল, ৩৯ মিনিটে)।
×