ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অপার চিত্তসুখে ইংলিশরা ...

প্রকাশিত: ০৭:১৯, ১৫ জুলাই ২০১৯

অপার চিত্তসুখে ইংলিশরা ...

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করতে ক্রিকেটের জনক ইংল্যান্ডের সময় লেগেছে ৪৪ বছর। ইংলিশদের এই অর্জনে খুশির জোয়ারে ভাসছেন ক্রিকেট সমর্থকরা। যাদের হাত ধরে আধুনিক ক্রিকেটের জন্ম, সেই তাদেরই বিশ্বকাপ জিততে দেখে আবেগ আপ্লুত হয়েছেন অনেকে। ক্রিকেটের জনক বলা হয় ইংল্যান্ডকে। ১৯৭৫ সালে শুরু হয় বিশ্বকাপ ক্রিকেটের মহাযজ্ঞ। প্রতিটি আসরেই অংশ নিয়েছে ইংল্যান্ড। কথায় আছে একবার না পারলে দেখো শতবার। ইংল্যান্ডকে শতবার চেষ্টা করতে হয়নি। এর আগে তিনবার বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে উঠলেও শিরোপা অধরাই ছিলো তাদের। এবার মহাকাব্যিক এক ফাইনালে আর হতাশ হতে হয়নি ইংলিশদের। তবে ক্রিকেটের তীর্থভূমিতে বিশ্বকাপ ট্রফি আনতে ইংলিশদের এবার নির্ভর করতে হয়েছে ভিনদেশিদের উপর। আইরিশ এয়ন মরগ্যান, নিউজিল্যান্ডের বেন স্টোকস এবং ওয়েস্ট ইন্ডিজের জোফরা আর্চারদের দূর্দান্ত পারফরম্যান্সে বিশ্ব ক্রিকেটের নতুন রাজা এখন ইংল্যান্ড। বিশ্বসেরার মুকুট অর্জন করতে ৪৪ বছর লাগলেও শিরোপা জিততে পেরেই খুশী ইংলিশ সমর্থকরা। তরুণ, তরুণী থেকে শুরু করে বৃদ্ধরাও প্রিয় দলের বিশ্বকাপ ট্রফি জয়ে আবেগ আপ্লুত হয়েছেন। অনেকে জানিয়েছেন এটি তাদের দেখা সেরা বিশ্বকাপ ফাইনাল। গত কয়েক দশকে ক্রিকেট জোয়ারে অনেকটাই পিছিয়ে পড়েছিলো এই অঞ্চল। বিশ্বকাপ ট্রফি জয় এই অঞ্চলের তরুণদের আবারো ক্রিকেটমুখী করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
×