ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পরিসংখ্যানে বিশ্বকাপের যত সেরা ...

প্রকাশিত: ০৯:০২, ১৫ জুলাই ২০১৯

পরিসংখ্যানে বিশ্বকাপের যত সেরা ...

স্পোর্টস রিপোর্টার ॥ প্রায় দেড় মাসের দীয় লড়াইয়ের পর নতুন চ্যাম্পিয়ন পেলো ক্রিকেট বিশ্বকাপ। এক নজরে দেখে নেয়া যাক টুর্নামেন্টের দলগুলো এবং খেলোয়াড়দের মধ্যে সেরার রেকর্ডগুলো। চ্যাম্পিয়ন- ইংল্যান্ড। রানার্সআপ-নিউজিল্যান্ড। ম্যাচসেরা- বেন স্টোকস। টুর্নামেন্ট সেরা- কেন উইলিয়ামসন। * দলীয়: সর্বোচ্চ ইনিংস- ৩৯৭/৯ (ইংল্যান্ড, আফগানিস্তানের বিপক্ষে) বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস ৩৩৩/৮ (অস্ট্রেলিয়ার বিপক্ষে) এক ইনিংসে সর্বাধিক অতিরিক্ত রান- ৩৫ (শ্রীলঙ্কা, আফগানিস্তানের বিপক্ষে) বাংলাদেশ সর্বাধিক অতিরিক্ত রান দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে- ২৬। বড় ব্যবধানে জয়- ১৫০ (ইংল্যান্ড হারায় আফগানিস্তানকে) বাংলাদেশের সবচেয়ে বড় জয় আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানে। * ব্যাটিং: এক ম্যাচে সর্বাধিক রান- ৭১৪ (বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া) অস্ট্রেলিয়া ৩৮১/৫, বাংলাদেশ ৩৩৩/৫। সর্বাধিক রান- ৬৪৮ (রোহিত শর্মা), সাকিব আল হাসানের ৬০৬ তৃতীয় সর্বোচ্চ রান। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস- ১৬৬ (ডেভিড ওয়ার্নার, বাংলাদেশর বিপক্ষে) বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ইনিংস সাকিব আল হাসানের- ১২২*। সর্বোচ্চ জুটি- ১৯২ (ডেভিড ওয়ার্নার এবং উসমান খাজা) সর্বাধিক অ্যাভারেজ- ৮৬.৫৭ সাকিব আল হাসান। সর্বাধিক শতক- ৫টি (রোহিত শর্মা, ৯ ম্যাচে) বাংলাদেশিদের মধ্যে সর্বাধিক ২টি শতক আছে সাকিব আল হাসানের। সর্বাধিক অর্ধশতক- ৫টি (সাকিব আল হাসান, ৮ ম্যাচে) সর্বাধিক ডাক (শূন্য রানে আউট)- ৩ ম্যাচে (নুয়ান প্রদীপ এবং শোয়েব মালিক) সর্বাধিক ছক্কা – ২২টি (ইয়ন মরগান) বাংলাদেশিদের মধ্যে সর্বাধিক ছক্কার মালিক লিটন দাস, ৫টি। এক ইনিংসে সর্বাধিক ছক্কা- ১৭টি (ইয়ন মরগান, আফগানিস্তানের বিপক্ষে) * বোলিং: সর্বাধিক উইকেট- ২৭টি (মিচেল স্টার্ক, ১০ ম্যাচে) বাংলাদেশিদের মধ্যে সর্বাধিক উইকেট শিকারি মোস্তাফিজুর রহমান-২০টি। সেরা বোলিং ফিগার- ৩৫/৬ (৯.১) শাহীন আফ্রিদি; বাংলাদেশিদের মধ্যে সেরা বোলিং ফিগার সাকিব আল হাসানের- ২৯/৫ (১০.০) এক ইনিংসে সর্বাধিকবার ৫ উইকেট- ২ বার (মোস্তাফিজুর রহমান এবং মিচেল স্টার্ক) এক ইনিংসে সবচেয়ে বেশি রান খরচা- ১১০ (৯.০) (রশিদ খান, ইংল্যান্ডের বিপক্ষে)। বাংলাদেশিদের মধ্যে এক ইনিংসে সর্বাধিক রান দিয়েছেন রুবেল হোসেন- ৮৩ (৯.০) অস্ট্রেলিয়ার বিপক্ষে। * ফিল্ডিং এবং উইকেটকিপিং: সর্বাধিক ডিসমিসাল- ২১টি (টম লাথাম)। ১০টি ডিসমিসাল করেন বাংলাদেশের মুশফিকুর রহিম। এক ইনিংসে সর্বাধিক ডিসমিসাল- ৫টি (অ্যালেক্স কারি)। বাংলাদেশের মুশফিকুর রহিম আফগানিস্তানের বিপক্ষে ৩টি ডিসমিসাল করেন। সর্বাধিক ক্যাচ- ১৩টি (জো রুট)। বাংলাদেশিদের মধ্যে সৌম্য সরকার সরকার সর্বাধিক ৭টি ক্যাচ নেন।
×