ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাইফ হারালো জামালকে

প্রকাশিত: ০৯:০৫, ১৫ জুলাই ২০১৯

সাইফ হারালো জামালকে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মঙ্গলবার একটি খেলা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় জিতেছে সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড। তারা ৩-২ গোলে হারায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লিমিটেডকে। বিজয়ী দল খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল। গত ২৭ ফেব্রæয়ারি অনুষ্ঠিত দু’দলের প্রথম মোকাবেলাতেও জিতেছিল সাইফ, ৩-০ গোলে। বিজয়ী দলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আলেসান্দ্রো পাদোভিন সেলিন (৩ মিনিটে), কলম্বিয়ান মিডফিল্ডার দেইনার আন্দ্রেস করদোবা এসকারপেতা (৩০ মিনিটে) এবং বদলী ফরোয়ার্ড রহিম উদ্দিন (৭৩ মিনিটে) ১টি করে ও বিজিত দলের ফরোয়ার্ড সাখাওয়াত হোসেন রনি (৫৬ ও ৫৮ মিনিট) জোড়া গোল করেন। এক পর্যায়ে জামাল খেলার স্কোরলাইন ২-২ এ সমতায় এনে ফেললে ম্যাচ জমে ওঠে। কিন্তু ১৫ মিনিট পরেই সাইফ আরেকটি গোল করলে আবারও পিছিয়ে পড়ে তিনবারের লিগ শিরোপাধারী জামাল। অনেক চেষ্টা করেও সেই গোল আর শোধ করতে পারেনি তারা। নিজেদের ২০তম ম্যাচে এটা দ্বাদশ জয় সাইফের। আগের ৫ ড্রয়ে ৪১ পয়েন্ট তাদের। পয়েন্ট টেবিলে অবস্থান তৃতীয়। এক ধাপ উন্নতি হলো তাদের। পেছনে ফেলে দিল ৩৯ পয়েন্টধারী শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডকে। পক্ষান্তরে নিজেদের ২১তম ম্যাচে এটা নবম হার ‘বেঙ্গল ইয়োলোস’ খ্যাত জামালের। আগের ৬ জয় ও ৬ ড্র নিয়ে ২৪ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলে আগের ষষ্ঠ স্থানেই। আজ লিগে মোট ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা আগে কখনও হয়নি। সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত মোহামেডান-আবাহনী ম্যাচে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলতে মাঠে নামবেন মোহামেডানের ডিফেন্সিভ মিডফিল্ডার এবং জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ‘টাইগার শরীফ’ খ্যাত এনামুল হক শরীফ।
×