ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তালেবান হুমকিতে আফগান রেডিও স্টেশন বন্ধ

প্রকাশিত: ১২:৩৯, ১৬ জুলাই ২০১৯

 তালেবান হুমকিতে আফগান রেডিও স্টেশন বন্ধ

জনকণ্ঠ ডেস্ক ॥ তালেবান এক কমান্ডারের কাছ থেকে হুমকি পাওয়ার পর আফগানিস্তানের একটি ব্যক্তি মালিকানাধীন রেডিও স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে। সোমবার একথা জানিয়েছেন রেডিওটির কর্মকর্তারা। রেডিওতে উপস্থাপনায় নারীদের রাখার কারণেই এ হুমকি বলে জানান তারা। খবর ওয়েবসাইটের। তালেবান জঙ্গীরা আফগানিস্তানের ‘সামা’ রেডিও স্টেশন কর্তৃপক্ষকে নারী কর্মী না রাখার নির্দেশ দিয়েছিল। কিন্তু তারা ওই নির্দেশ উপেক্ষা করে তিনজন নারীকে উপস্থাপিকা হিসাবে নিয়োগ করে। ২০১৩ সাল গজনি প্রদেশ থেকে সম্প্রচার শুরু করা ‘সামা’ রেডিওতে আফগানিস্তানের প্রধান দুই ভাষা দারি ও পশতুতে রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করা হতো। রেডিওতে মোট তেরো জন কর্মীর মধ্যে তিন উপস্থাপিকা ছিলেন। রেডিও স্টেশনটির পরিচালক রামেজ আজিমি বলেন, স্থানীয় তালেবান কমান্ডার তাকে চিঠি পাঠিয়ে এবং টেলিফোনে নারী কর্মী না রাখার বিষয়ে সতর্ক করেছিল। ‘তালেবান আমার বাড়িতে এসেও হুমকি দিয়ে গেছে।’ হুমকির কারণে বাধ্য হয়েই তিনি রেডিও স্টেশন বন্ধ করে দিয়েছেন বলে জানান।
×