ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৌদিতে বাংলাদেশি নারী হজযাত্রীর মৃত্যু

প্রকাশিত: ২৩:১৫, ১৬ জুলাই ২০১৯

সৌদিতে বাংলাদেশি নারী হজযাত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি এক নারী হজযাত্রীর মৃত্যু হয়েছে। নিহত নারী হজযাত্রীর নাম বেগম তাহমিনা নাসরিন (৪৮)। তার পাসপোর্ট নম্বর- বি এন (০২৭৪৭২২)। তিনি ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা। স্থানীয় সময় সোমবার সৌদি আরবের মক্কা নগরীতে হৃদরোগে আক্রান্ত হয়ে এই হজযাত্রীর মৃত্যু হয় বলে জানিয়েছেন মক্কার হজ কাউন্সিলর মাকসুদুর রহমান। তিনি আরো জানান, তাকে নিয়ে এ পর্যন্ত পাঁচ বাংলাদেশি মারা গেছেন। চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি যাবেন ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন বাংলাদেশি হজযাত্রী। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি। ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়। শেষ ফ্লাইট ৫ আগস্ট। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট এবং শেষ ফিরতি ফ্লাইট ১৫ সেপ্টেম্বর।
×