ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরমাণু অস্ত্রসম্ভার বাড়াচ্ছে পাকিস্তান

প্রকাশিত: ০৩:৩৭, ১৬ জুলাই ২০১৯

পরমাণু অস্ত্রসম্ভার বাড়াচ্ছে পাকিস্তান

অনলাইন ডেস্ক ॥ তীব্র আর্থিক সংকটের মধ্যেও নিরলসভাবে নিজেদের অস্ত্রসম্ভার বাড়িয়ে চলেছে পাকিস্তান। তারা বিশেষ জোর দিচ্ছে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম অস্ত্রের ওপর। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সীমান্তপারের সন্ত্রাসে মদদ দিয়ে পাকিস্তান নিরবচ্ছিন্নভাবে ভারতের উপর আক্রমণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বার্ষিক রিপোর্টে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, গত বছর আগস্টে ইমরান খান ক্ষমতায় আসার পর থেকে প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে নিজেদের অবস্থান আরও দৃঢ় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ওই রিপোর্টে বলা হয়েছে, পরমাণু অস্ত্র সম্ভার বাড়িয়ে বর্তমানে ১৪০-১৫০ পারমাণবিক অস্ত্রের মালিক পাকিস্তান। যেখানে ভারতের এই সংখ্যা ১৩০-১৪০। ইউরেনিয়াম ও প্লুটোনিয়ামের উত্পাদন বৃদ্ধির যে ট্রেন্ড তাদের রয়েছে, তাতে ২০২৫ সালের মধ্যে তাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ২২০-২৫০ হয়ে যাবে বলে মনে করছে পারমাণবিক বিজ্ঞানীরা। ভারতবিরোধী সন্ত্রাসী শক্তিগুলোকে পাকিস্তান মদদ দিচ্ছে বলেও অভিযোগ করেছে ভারত। যে সংগঠনগুলো ভারতের বিরুদ্ধে আঘাত হানছে, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে পাকিস্তানের দিকে আঙুল তোলা হচ্ছে।
×