ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবে বিনিয়োগকারীরা

প্রকাশিত: ০৭:৩৬, ১৬ জুলাই ২০১৯

প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবে বিনিয়োগকারীরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারের পতন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া রোধ করা সম্ভব নয় উল্লেখ করে বিনিয়োগকারীরা তাদের দাবি বাস্তবায়নে আগামী সপ্তাহে শেখ হাসিনার কাছে দেবেন বলে জানিয়েছেন। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভরত শেয়ারবাজারের সাধারন বিনিয়োগকারীরা এ কথা জানান। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে মঙ্গলবার আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ডিএসইর সামনে বিক্ষোভ করেছে তারা। ঈদের পর আবার ৫ দিন ধরে আন্দোলনে নেমেছে বিনিয়োগকারীরা। বাজারের এমন অবস্থার জন্য নিয়ন্ত্রক সংস্থাকে দায়ী করে বিনিয়োগকারীরা বলেন, বাজারের এমন বেহাল দশা দূর করতে যদি নিয়ন্ত্রক সংস্থা থেকে কার্যকরী পদক্ষেপ নেওয়া হতো তাহলে বাজার এতদিনে ঘুরে যেত। কিন্তু যেহেতু তারা এমন করতে ব্যর্থ হচ্ছে তাদের পদত্যাগ করা উচিত। এমন অবস্থায় যদি নীতি নিয়ন্ত্রক সংস্থাকে ঢেলে নতুন করে সাজানো হয় তাহলেই কেবল বাজারের উন্নতি সম্ভব।
×