ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আত্রাই নদীর পানি বিপদসীমার ওপরে বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

প্রকাশিত: ০৮:১৬, ১৬ জুলাই ২০১৯

আত্রাই নদীর পানি বিপদসীমার ওপরে বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁয় আত্রাই নদীর পানি বিপদসীমার ৭০ সেঃমিঃ ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার বিকেলে নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চকরামপুরে ও ভাঙ্গিপাড়ায় আত্রাই নদীর দুইটি বেরী বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড বাঁধের ভাঙ্গা স্থান বাঁধার চেষ্টা করছে। এদিন বিকেলে মান্দা উপজেলা চেয়ারম্যান স.ম. জসীম উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান এলাকায় ছুটে যান এবং বাঁধ মেরামতে সহযোগীতা করেন। নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, আত্রাই নদীর ৪টি পয়েন্টের মধ্যে ২টি পয়েন্ট বিপদ সীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এর মধ্যে জেলার মান্দা উপজেলার জোতবাজার পয়েন্টে ৭০ সেন্টিমিটার ও শিমুলতলী পয়েন্টে ৪০ সেন্টিমিটার বিপদ সীমার ওপর দিয়ে আত্রাই নদীর পানি প্রবাহিত হচ্ছে। এদিকে নওগাঁ শহরের ভিতর দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীর পানি হু হু করে বাড়ছে। এমনভাবে বাড়তে থাকলে আগামী ২৪ ঘন্টার মধ্যে নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। ইতোমধ্যেই জেলাবাসী বন্যা আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছে।
×