ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করতে হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রকাশিত: ০৮:৩৫, ১৬ জুলাই ২০১৯

প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করতে হবে :  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ স্থানীয় ভাবে রাজাকারদের তালিকা প্রস্তুত করে প্রকাশ করা হবে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করতে স্থানীয় মুক্তিযোদ্ধাদাসহ সকলের সহায়তা প্রয়োজন। তিনি বলেন, আওয়ামীলীগ করে এমন বড় কোন নেতা যিনি যুদ্ধে যায়নি, তিনি যত বড়ই নেতা আর যত ক্ষমতাধরই হোক না কেনো তাদের মতো লোকেদের মুক্তিযুদ্ধের তালিকায় নিয়ে গৌরবময় এ সংগঠনকে কলঙ্কিত করবোনা। এরকম কোন অভিযোগ থাকলে আমাকে লিখিতভাবে জানাবেন। আমি তদন্ত করে দেখবো। এছাড়া যিনি প্রকৃত মুক্তিযোদ্ধা তিনি যদি আমার চরম শত্র“ও বা বিএনপি’র নেতাকর্মী হলেও তিনি মুক্তিযোদ্ধার তালিকায় অর্ন্তভুক্ত হবেন। মন্ত্রী মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি এবং এতে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) নূর কুতুবুল আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা প্রমূখ। এসময় প্রধান অতিথির হাতে বিশেষ অতিথি মুক্তিযুদ্ধের স্মৃতিস্বারক উপহার তুলে দেন। মন্ত্রি আরো বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস হারিয়ে যাচ্ছে। এটি সংরক্ষণ করতে সরকার নানান উদ্যোগ গ্রহন করেছে। পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস অর্ন্তভুক্ত করা হয়েছে, আরো করা হবে। এছাড়াও এখন থেকে বিসিএস পরীক্ষায় ভাষা আ্েন্দালন ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। মন্ত্রী সাবেক প্রধান বিচারপতিকে ইঙ্গিত করে বলেন, তিনি দেশের টাকা আত্মসাৎ করেছেন, লুটপাট করেছেন-এখন দেশের বাহিরে পালিয়ে বেড়াচ্ছেন। ক্ষমতার অপব্যবহার করে কেউ পার পাবেন না। এসময় মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উজ্জাপন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের জন্য ১২লাখ টাকা ব্যয়ে বাড়ি নির্মানের পরিকল্পনা রয়েছে।
×