ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাউফলে ভাঙ্গা সেতুতে ঝুঁকি নিয়ে পারাপার

প্রকাশিত: ০৮:৪২, ১৭ জুলাই ২০১৯

বাউফলে ভাঙ্গা সেতুতে ঝুঁকি নিয়ে পারাপার

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৬ জুলাই ॥ মদনপুরা ইউনিয়নের একটি ভাঙ্গা সেতু দিয়ে এলাকাবাসী জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। প্রায় এক বছর আগে সেতুটি ভেঙ্গে গেলেও তা পুনর্নির্মাণ করা হয়নি। জানা গেছে, মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা-মাঝপাড়া খালের ওপর কালিবাড়ি সংলগ্ন জনগুরুত্বপূর্ণ আয়রন সেতু প্রায় ১ বছর আগে ভেঙ্গে যায়। এরপর থেকে ওই ভাঙ্গা সেতু দিয়ে এলাকাবাসী প্রতিনিয়ত মৃত্যু ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। সরেজমিন পরিদর্শনকালে এলাকাবাসী জানান, উত্তর দ্বিপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম মদনপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মদনপুরা বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়, দ্বিপাশা দাখিল মাদ্রাসা, সোনামুদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয় ও কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল এ্যান্ড কলেজসহ একাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকার কয়েক হাজার মানুষ প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। মদনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, সেতুটি দিয়ে পারাপারের ক্ষেত্রে যে কোন সময় দুর্ঘটনার শিকার হয়ে হতাহতের আশঙ্কা রয়েছে। তিনি দ্রুত ব্রিজটি পুনর্নির্মাণের দাবি করেন।
×