ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে চার ডাকাত গ্রেফতার ॥ অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৮:৪৪, ১৭ জুলাই ২০১৯

সোনারগাঁয়ে চার ডাকাত গ্রেফতার ॥ অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর ব্রিজের নিচ থেকে তাদের গ্রেফতার করে সোনারগাঁ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে গাছ কাটার করাত, রাম দা ও চাপাতি উদ্ধার করা হয়েছে। গ্রেতাররা হলো- ডাকাত সর্দার আল আমিন (২৬), জুয়েল (২৯), শান্ত (২১) ও তুহিন (২১)। এদের মধ্যে আল আমিনের বিরুদ্ধে ৬টি, জুয়েলের বিরুদ্ধে ৭টি, শান্ত ও তুহিনের বিরুদ্ধে ৩টি করে ডাকাতির মামলা রয়েছে। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, ডাকাতের এ চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ ফেলে গতিরোধ করে বিভিন্ন যানবাহনে ডাকাতি করে স্বর্ণলঙ্কার ও টাকাসহ মূল্যবান মাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
×