ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এখনও সাংবাদিকরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছেন॥ ইকবাল সোবহান

প্রকাশিত: ০৮:৪৫, ১৭ জুলাই ২০১৯

এখনও সাংবাদিকরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছেন॥ ইকবাল সোবহান

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, এখনও সাংবাদিকরা শুধু পেশাগত কারণে প্রশাসনিক, রাজনৈতিক ও সন্ত্রাসীগোষ্ঠী কর্তৃক বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। কিন্তু স্বাধীন সংবাদমাধ্যম ও সাংবাদিকতা ছাড়া এ দেশে গণতন্ত্রের বিকাশ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা সম্ভব নয়। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যশোর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবলের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সাজেদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, যদি সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও জঙ্গীবাদ রুখতে হয়, তাহলে মিডিয়ার স্বাধীনতা ও সাহসী সাংবাদিকতা অবশ্যম্ভাবী। প্রধানমন্ত্রী যখন সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, তখন সকল সাংবাদিক হত্যার বিচার নতুন করে শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মনতোষ বসু, মহাসচিব শাবান মাহমুদ, যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দৌল্লা, গ্রামের কাগজ সম্পাদক মোবিনুল ইসলাম মোবিন, সাংবাদিক ফখরে আলম প্রমুখ বক্তব্য রাখেন।
×