ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘উন্নয়নের গল্প’ বই উদ্বোধন

প্রকাশিত: ০৮:৪৫, ১৭ জুলাই ২০১৯

‘উন্নয়নের গল্প’ বই উদ্বোধন

বাকৃবি সংবাদদাতা ॥ কৃষির ওপর ভিত্তি করে রচিত হয়েছে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি। দেশের কৃষির রূপান্তর, কৃষিতে বঙ্গবন্ধু সরকারের দীর্ঘতম কর্মকা-, কৃষির বিস্ময়কর অর্জন ও সম্মুখ সম্ভাবনা, কৃষি ও খাদ্য নিরাপত্তার কতিপয় লক্ষণীয় বিষয়, স্বল্পোন্নত পর্যায় থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সামগ্রিক বিষয় নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘উন্নয়নের গল্প কৃষি খাদ্য গ্রামোন্নয়ন’ নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদীয় সভাকক্ষে বইটির মোড়ক উন্মোচন করেন, উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বইটি রচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য ড. এম. এ সাত্তার মণ্ডল।
×