ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রথম দিনে সী পার্লের দর বেড়েছে ২৬৪ শতাংশ

প্রকাশিত: ০৮:৫৪, ১৭ জুলাই ২০১৯

প্রথম দিনে সী পার্লের দর বেড়েছে ২৬৪ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত রয়েল টিউলিপ ফ্রাঞ্চাইজ সী পার্ল বীচ রিসোর্ট এ্যান্ড স্পার লেনদেনের প্রথম দিনে শেয়ার দর বেড়েছে ২৬৪ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ১০ টাকা মূল্যের শেয়ারটির দর প্রথম দিনের লেনদেন শেষে ৩৬.৪০ টাকায় দাঁড়িয়েছে। এ হিসেবে দর বেড়েছে ২৬.৪০ টাকা বা ২৬৪ শতাংশ। এদিকে প্রথম দিনে সী পার্লের শেয়ারটি লেনদেন শুরু হয় ২৫.২০ টাকা দিয়ে। যা সর্বনিম্ন ২৫.১০ টাকা থেকে সর্বোচ্চ ৩৮.৭০ টাকায় লেনদেন হয়েছে। আর সর্বশেষ ৩৬.৯০ টাকায় লেনদেন হয়েছে। প্রথম দিন কোম্পানিটির ৫০ লাখ ১৩ হাজার ৯৯টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ার হাত বদল হয়েছে ৯ হাজার ৮৯৬ বার। এর মাধ্যমে কোম্পানিটির ১৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। জানা গেছে, আইপিও লটারিতে বরাদ্দ পাওয়ার পর কোম্পানিটির শেয়ার ২৬ জুন শেয়ারহোল্ডারদের বিও হিসাবে প্রেরণ করা হয়েছে। গত ২৩ মে লটারির মাধ্যমে কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়া হয়। এর আগে ২৩ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। আর বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৭৬তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। সী পার্ল শেয়ারবাজার থেকে ১৫ কোটি টাকা উত্তোলনের জন্য ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করেছে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নেয়া হয় ১০ টাকা।
×