ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে দুই বাইক আরোহী নিহত

প্রকাশিত: ০৮:৫৯, ১৭ জুলাই ২০১৯

পঞ্চগড়ে দুই বাইক আরোহী নিহত

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ বোদা উপজেলার সাকোয়া এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন, বোদা উপজেলার ঝলইশালশিরী ইউনিয়নের কালিয়াগঞ্জ গ্রামের মতিয়ার রহমানের ছেলে হবিবর রহমান (৩০) ও একই উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের গোমস্তাপাড়া গ্রামের হাসিবুলের ছেলে মকছেদুল ইসলাম (২৫)। স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে হবিবর ও মকছেদুল মোটরসাইকেলযোগে চন্দনবাড়ি থেকে সাকোয়া বাজারের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে সাকোয়া ব্র্যাক অফিসের সামনে পৌঁছলে দেবীগঞ্জ থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হবিবর মারা যায়। গুরুতর আহত হয় মোকছেদুলকে স্থানীয়রা উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রংপুরে নেয়ার পথেই মারা যায় মোকছেদুল। ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালককে আটক করতে পারেনি পুলিশ। খুলনায় লাইনম্যান স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, খানজাহান আলী থানাধীন শিরোমনি এলাকায় খুলনা-যশোর মহাসড়কে ট্রাকচাপায় বিলিয়ান হোসেন (৪৫) নামে এক লাইনম্যান নিহত হয়েছে। মঙ্গলবার প্রাতঃভ্রমণে গিয়ে ট্রাকচাপায় তিনি নিহত হন। তিনি একটি প্রতিষ্ঠানের বিদ্যুতের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। পুুলিশ জানায়, বিলিয়ান হোসেন মঙ্গলবার খুলনা-যশোর মাহসড়কে প্রাতঃভ্রমণ করছিলেন। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর পুলিশ ট্রাকটিকে জব্দ ও চালক জহির খানকে আটক করেছে। বরিশালে শিশু স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, হিজলা উপজেলার হরিনাথপুর-মৌলভিরহাট সড়কের কামারকালী ব্রিজ এলাকায় ব্যাটারিচালিত অটোরিক্সায় বাড়ি ফেরার সময় মায়ের কোল থেকে ছিটকে পড়ে সুমি আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমি উপজেলার মেমানিয়া গ্রামের বাসিন্দা বাবুল রাঢ়ীর কন্যা। হিজলা থানার এসআই শাহজাহান জানান, নিহত শিশুর মা রেশমা বেগম সুমিকে নিয়ে অটোরিক্সায় বাড়ি ফিরছিলেন। এরইমধ্যে উপজেলার কামারখালী ব্রিজের কাছে অটোরিক্সাটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিক্সা দেখে তাদের বহনকারী রিক্সাটি হার্ড ব্রেক করে। এতে মায়ের কোলে থাকা শিশু সুমি ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় আহত পুলিশের ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়া চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার বেলা বারোটার দিকে ঢাকা মেডিক্যালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন মেডিক্যাল ফাঁড়ি পুলিশের এএসআই আব্দুল খান। উল্লেখ্য, সোমবার দুপুরে বরিশাল-কুয়াকাটা সড়কের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে সার্জেন্ট গোলাম কিবরিয়া দায়িত্ব পালন অবস্থায় যমুনা গ্রুপের একটি কাভার্ড ভ্যানকে থামানোর জন্য সিগন্যাল দিলে তা অমান্য করে কাভার্ড ভ্যানটি চলে যায়। এরপর সার্জেন্ট গোলাম কিবরিয়া গাড়িটিকে ধাওয়া করে ধরার চেষ্টা করলে বেপরোয়াগতির ট্রাকটি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার বারোটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। ধামরাইয়ে চালক সংবাদদাতা সাভার থেকে জানান, ধামরাইয়ে যাত্রীবাহী বাসের চাপায় নূর ইসলাম (২৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর ইসলামের বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার রায়পুরে। জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বসুন্ধরা পরিবহনের পাটুরিয়াগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার পর বাসটিকে আটক করা গেলেও ঘাতক চালক পালিয়ে যায়। পটুয়াখালীতে ছাত্র নিজস্ব সংবাদদাতা পটুয়াখালী থেকে জানান, মির্জাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সিয়াম (৯) নামের তৃতীয় শ্রেণীর এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলা সদরের সুবিদখালী বাজারে আল্হেরা নূরানী মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। উপজেলার উত্তর সুবিদখালী বাসিন্দা মোঃ মিজানুর রহমানের শিশুপুত্র সিয়াম। শিশুর মরদেহ মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে রাখা হয়েছে। সিয়াম আল্হেরা নূরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র। পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদ্রাসার সামনের সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে শিশু সিয়ামের ওপর উঠিয়ে দেয়। এতে সিয়ামের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা উদ্ধার করে মির্জাগঞ্জ হাসপাতালে নেয়ার পথে সিয়াম মারা যায়। সাতক্ষীরায় পরিচ্ছন্নতা কর্মী স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, ট্রাকের ধাক্কায় কমলা রানী হালদার নামের এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কে কলারোয়া পৌর সদরের ঝিকরা হরিতলা পূজা ম-পের সামনে পুকুর পাড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কমলা রানী হালদার (৫২) কলারোয়া সদরের ঝিকরা গ্রামের মৃত নিতাই হালদারের স্ত্রী। তিনি কলারোয়া মাছ বাজারে পানি দেয়া ও মাছ পরিষ্কারের কাজ করতেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের ন্যায় কমলা রানী সকালে বাড়ি থেকে কলারোয়া মাছ বাজারে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। যশোর থেকে আসা পাথরভর্তি ট্রাক ও সাতক্ষীরার দিক থেকে ছেড়ে আসা একটি ঢাকাগামী পরিবহনের ক্রসিংয়ের সময় পাথরভর্তি ট্রাকটি পুকুর ধারে উল্টে যায়। এ সময় ট্রাকের ধাক্কা খেয়ে কমলা ঘটনাস্থলেই মারা যায়।
×