ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চবি ভিসির সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত

প্রকাশিত: ০৯:০১, ১৭ জুলাই ২০১৯

চবি ভিসির সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ঢাকার ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি দল। মঙ্গলবার দুপুরে উপাচার্যের অফিস কক্ষে দুই সদস্যের দলটি সাক্ষাতে মিলিত হন। চবি জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, প্রতিনিধি দলের সদস্যরা হলেন ব্রিটিশ কাউন্সিলের এক্সামিনেশন সার্ভিসেসের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট সারওয়াত রেজা এবং এক্সামিনেশন সার্ভিসেসের ম্যানেজার হারুনুর রশীদ রিয়াদ। এ সময় চবি সেন্টার ফর এক্সিলেন্স ইন টিচিং এ্যান্ড লার্নিং (সিওইটিএল)-এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান ও উপ-পরিচালক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম (সোহেল) উপস্থিত ছিলেন। প্রফেসর ড. শিরীণ আখতার অতিথিবৃন্দকে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, গবেষণা কেন্দ্রের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। তাছাড়া প্রতিষ্ঠানের শিক্ষা-গবেষণার চলমান সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ সম্পর্কে অবহিত করেন। ভারপ্রাপ্ত উপাচার্য ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন কার্যক্রম বিশেষ করে আমাদের দেশে আধুনিক ধ্যান-ধারণা সংবলিত দক্ষ ও যোগ্য মানবসম্পদ উৎপাদনে গৃহীত কর্মকা-ের ভূয়সী প্রশংসা করেন।
×