ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে নকল সার কারখানার সন্ধান॥ মালিক গ্রেফতার

প্রকাশিত: ০৯:০১, ১৭ জুলাই ২০১৯

চট্টগ্রামে নকল সার কারখানার সন্ধান॥ মালিক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় সন্ধান মিলেছে নকল ‘টিএসপি’ সার তৈরির কারখানা। সোমবার রাতে পতেঙ্গা টিএসপি গেটের খালপাড় হাদিপাড়ায় এই সার কারখানা উদঘাটন করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান-র‌্যাব। সেখান থেকে জব্দ করা হয়েছে ৪শ’ টন নকল সার। আটক করা হয়েছে সার কারখানার মালিককে। র‌্যাব সূত্রে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে সেখানে একটি নকল টিএসপি সার কারখানার বিষয়ে অবগত হয় র‌্যাব। সোমবার রাতে র‌্যাবের একটি টিম অভিযান চালিয়ে নকল সার কারখানার অস্তিত্ব পায়। সেখান থেকে প্রায় চার শ’ টন নকল সার জব্দ করা হয়েছে। সার কারখানাটির মালিকের নাম রিপন (৪০)। তাকেও আটক করা হয়েছে। র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতালুর রহমান জানান, এ কারখানাতে নকল সার উৎপাদন কাজ চলে আসছিল। ঢাকা থেকে টিএসপি সারের লোগো লাগানো বস্তা কিনে এনে এগুলো বাজারজাত করা হয়ে থাকে। পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।
×