ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফতুল্লায় বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

প্রকাশিত: ০৯:০২, ১৭ জুলাই ২০১৯

ফতুল্লায় বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লার চাঁনমারি এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বিপ্লব (৩৩) নামে এক তালিকাভূক্ত শীর্ষ মাদক কারবারি নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে চাঁদমারি বস্তি এলাকায় এ ঘটনাটি ঘটে। এ সময় ডিবি পুলিশের এস আই ওসমান ও এ এস আই সোহলেসহ দুই কনস্টবেল আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শূটারগান উদ্ধার করেছে। নিহত বিপ্লব জামালপুরের সরিষাবাড়ির কামরাবাজ এলাকার সুলতান মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখা পরিদর্শক (ডিআইও-টু) মোঃ সাজ্জাদ রোমন। জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারিরা ফতুল্লার চাঁনমারী বস্তিতে অবস্থান করছে। এ খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে গেলে অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিরা ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে অতর্কিতভাবে ককটেল বিষ্ফোরণ ঘটায় ও ইট পাটকেল নিক্ষেপসহ এলোপাথারীভাবে গুলিবর্ষণ করতে থাকে। একপর্যায়ে ডিবি পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের সঙ্গে ১০ মিনিট গুলি বিনিময়ের একপর্যায়ে অতিরিক্ত পুলিশ আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে এক ব্যক্তিকে পুলিশ গুলিবিদ্ধ মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন ও তার বাম পার্শ্বে একটি দেশীয় তৈরি একটি ওয়ান শূটার গান অস্ত্র পড়ে থাকতে দেখা যায়। পরে নিহত ব্যক্তি শীর্ষ মাদক কারবারি বিপ্লবের লাশ বলে সনাক্ত করা হয়। নিহত বিপ্লবের বিরুদ্ধে শুধুমাত্র ফতুল্লাতেই ১৪টি মাদকের মামলা রয়েছে। সে শীর্ষ মাদক কারবারিদের তালিকাভুক্ত।
×