ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যাল্য বিয়ে ॥ বর কনে ও কনের পিতার সাজা

প্রকাশিত: ০৯:০২, ১৭ জুলাই ২০১৯

ব্যাল্য বিয়ে ॥ বর কনে ও কনের পিতার সাজা

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১৬ জুলাই ॥ মঙ্গলবার কেশবপুরে বাল্য বিয়ের অপরাধে বর ও কন্যার পিতাকে দুই বছর করে জেল প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমার এক মোবাইল কোর্ট বসিয়ে তাদের ওই সাজা প্রদান করেন। এ সময় বয়স কম থাকায় কন্যাকেও এক মাসের আটক আদেশ দিয়ে তাকে শেল্টার হোমে প্রেরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানায়, উপজেলার বগা গ্রামের সাহেব আলী তার অপ্রাপ্ত বয়সের মেয়ে জেসমিন নাহারকে মনিরামপুর উপজেলার খালিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে সবুজ হোসেনের সঙ্গে বিয়ে দেন। খবর পেয়ে তাদের আটক করে বর সবুজ হোসেন ও কন্যার পিতা হাবিবুর রহমান গাজীকে দুই বছর করে জেল এবং মেয়ের বয়স কম থাকায় তাকে এক মাসের আটক আদেশ প্রদান করা হয়েছে।
×