ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফর উপলক্ষে তিন অঙ্গ সংগঠনের প্রস্তুতি সভা

প্রকাশিত: ০৯:২৮, ১৭ জুলাই ২০১৯

প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফর উপলক্ষে তিন অঙ্গ সংগঠনের প্রস্তুতি সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন সফর উপলক্ষে ১৫ জুলাই সোমবার পূর্ব লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ এবং যুব মহিলা লীগ পৃথক প্রস্তুতি সভার আয়োজন করে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৯ জুলাই চোখের চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। বিকেল ৫টায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্য যুব মহিলা লীগ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সব প্রস্তুতি সম্পন্ন করে। সাজিয়া স্নিগ্ধার সভাপতিত্বে এবং শাহিন নাহার লিনার পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর এবারের সফর ভিন্ন মাত্রা নিয়ে আসবে। কারণ বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ সরকার সর্ববৃহৎ বাজেট উত্থাপন করেছে। এমন খবরে প্রবাসীরা গৌরবান্বিত। প্রধানমন্ত্রীকে এ সাহসী কাজটির জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নিয়ে যুক্তরাজ্য যুব মহিলা লীগ স্বাগত জানাবে। সভায় উপস্থিত ছিলেন, সালমা আকতার, মাহমুদা মনি, সোনিয়া পারভিন, হাসিনা হোসেন তুহিন, সুফিয়া জেমিন, তানিয়া তিন্নি, ইল্ভা, শামিমা বেগম, নাজমা সুলতানা, সোনিয়া আকতার, দিলশাদ বেগম প্রমুখ। সন্ধ্যা ৭টায় যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুকের সঞ্চালনায় যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রস্তুতি সভায় প্রধানমন্ত্রীর সফরকালে পুরো যুক্তরাজ্যে সব নেতাকর্মীকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বলেন, বিদেশে দেশের ভাবমূর্তি যারা নষ্ট করছে তারা দেশ ও জাতির শত্রু। এবারের সফরের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রীর চোখের চিকিৎসার বিষয়টি। সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবুল হাশেম, সহ-সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী, সহ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ, সহ সাধারণ সম্পাদক আনয়ারুজামান চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মারুফ চৌধুরীসহ বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের প্রায় তিন শ’ নেতাকর্মী।যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রস্তুতি সভার পরেই যুক্তরাজ্য যুবলীগ ইস্ট লন্ডনের ক্যানন স্ট্রিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন আগমন উপলক্ষে আয়োজন করে আরেক প্রস্তুতি সভার। যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফকরুল ইসলাম মধুর সভাপতিত্বে এবং যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খানের সঞ্চালনায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শুধু বাংলদেশকেই উন্নতির শিখরে পৌঁছে দেননি বিশ্ব দরবারে বাংলাদেশকে পরিচয় করিয়েছেন নতুন রূপে। -বিজ্ঞপ্তি
×