ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাঁদে হাঁটার মূল ফুটেজ গায়েব

প্রকাশিত: ১২:০৮, ১৭ জুলাই ২০১৯

চাঁদে হাঁটার মূল ফুটেজ গায়েব

নাসার পক্ষ থেকে বলা হয়, ‘নাসা অনুসন্ধান করেছে কিন্তু এ্যাপোলো ১১-এর বেশ কিছু অরিজিনাল ডেটা টেইপ পাওয়া যায়নি। ‘অরিজিনাল’ বলা হচ্ছে কারণ এগুলো সরাসরি চাঁদ থেকে ট্রান্সমিট করে রেকর্ড করা হয়েছিল।’ এ্যাপোলো ১১ মিশনে চাঁদের বুকে হাঁটার প্রথম ভিডিও ফুটেজ বিশ্ব জুড়ে সম্প্রচার করেছিল নাসা। বর্ষপূর্তির আগে ওই ফুটেজের মূল ডেটা টেইপ হারিয়েছে বলে দাবি করেছে মহাকাশ গবেষণা মার্কিন সংস্থাটি- খবর ব্রিটিশ ট্যাবলয়েড মিররের। ‘বিস্তৃত পরিসরে আর্কাইভ অনুসন্ধান করা হয়েছে এবং এই সিদ্ধান্তে আসা হয়েছে যে, এমনটা হতে পারে প্রকল্প ব্যবস্থাপক মনে করেছেন এই টেইপগুলো আর রাখার দরকার নেই কারণ সব ভিডিও এবং ডেটা অন্য জায়গায় রেকর্ড রয়েছে এবং সেগুলো মুছে ফেলা হয়েছে ও পুনরায় ব্যবহার করা হয়েছে।’ সামনের সপ্তাহেই ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন অ্যাপোলো ১১-এর ৫০ বর্ষপূর্তি উদযাপন করবে নাসা। ওই মিসনের মাধ্যমেই চাঁদের বুকে প্রথমবার পা রাখে মানুষ। সূত্র : ইন্টারনেট
×