ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রিফাত হত্যা প্রধান সাক্ষী মিন্নিকে জিজ্ঞাসাবাদ পরে গ্রেফতার

প্রকাশিত: ১২:২৮, ১৭ জুলাই ২০১৯

রিফাত হত্যা  প্রধান সাক্ষী মিন্নিকে জিজ্ঞাসাবাদ পরে গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ১৬ জুলাই ॥ চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলার অন্যতম প্রত্যক্ষ সাক্ষী আয়শা সিদ্দিকা মিন্নিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত নয়টায় তাকে গ্রেফতার করা হয়। এর আগে সকাল পৌনে দশটা থেকে তাকে পুলিশ লাইন্সে এনে দিনভর জিজ্ঞাবাদ করা হয়। বরগুনার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন রাত সাড়ে নয়টায় পুলিশ অফিসে এক প্রেস ব্রিফিংয়ে মিন্নিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লোমহর্ষক রিফাত শরীফ হত্যাকা-ের পর আমাদের গোপন এবং প্রকাশ্য তদন্ত, নিবিড় পর্যবেক্ষণ, গ্রেফতারকৃত আসামিদের বক্তব্য, ঘটনার পারিপাশির্^কতা এবং সর্বোপরি মিন্নির বক্তব্যের আলোকে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, এ হত্যাকা-ের সঙ্গে মিন্নির সংশ্লিষ্টতা রয়েছে। যে কারণে তাকে গ্রেফতার করা হলো। বুধবার তাকে কোর্টে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলেও তিনি জানান। মিন্নিকে গ্রেফতারের মধ্য দিয়ে বেশ কিছু দিনের ধূ¤্রজালের অবসান হলো। উল্লেখ্য, এর আগে নিহত রিফাত শরীফের বাবা দুলাল শরীফ মিন্নি এ হত্যাকা-ের সঙ্গে জড়িত রয়েছে মর্মে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন। এছাড়াও বরগুনার সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন করে মিন্নিকে গ্রেফতারের দাবি জানানো হয়।
×