ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঘাতকের স্ত্রী আটক

ওয়ার্ড কাউন্সিলরের ভাতিজার গুলিতে নির্মাণ শ্রমিক নিহত

প্রকাশিত: ১২:৪৯, ১৭ জুলাই ২০১৯

ওয়ার্ড কাউন্সিলরের ভাতিজার গুলিতে নির্মাণ শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে ইসমাইল মোল্লার গুলিতে শ্রমিক ওবায়দুল ইসলামের (৩২) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৮ টার দিকে সিরাজদিখানের ইছাপুরা ইউনিয়নের মধ্য শিয়ালদী গ্রামে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ইসমাইল মোল্লার স্ত্রী বেবী আক্তারকে আটক করেছে। ঘটনার পর থেকেই ইসমাইল মোল্লা পলাতক রয়েছে। ওবায়দুল কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার বজ্রাদিয়ারখাতা গ্রামের মৃত মুনসার আলীর ছেলে। ইসমাইল মোল্লা ঢাকা তেজগাঁও থানার ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর শামিম মোল্লার ভাতিজা। সিরাজদিখান থানার ওসি ফরিদউদ্দিন জানিয়েছেন, লাশ ময়নাতদন্ত হয়েছে। আত্মীয় স্বজনরা গ্রামের বাড়ি থেকে রওনা দিয়েছে। তারা আসলে লাশ হস্তান্তর করা হবে। মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, তেজগাঁও থানা ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর শামীম মোল্লার গ্রামের বাড়ির রাজমিস্ত্রি ওবায়দুলকে গুলি করে তারই ভাতিজা ইসমাইল মোল্লা। ইসমাইলকে আটক এবং পিস্তল উদ্ধারের চেষ্টা চলছে।
×