ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদযাত্রায় ২৯ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকেট

প্রকাশিত: ১২:৪৯, ১৭ জুলাই ২০১৯

ঈদযাত্রায় ২৯ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকেট

জনকণ্ঠ ডেস্ক ॥ আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে আগামী ২৯ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। গত ঈদ-উল-ফিতরের মতো এবারও রাজধানী ঢাকার ৫টি স্থান থেকে অগ্রিম টিকেট দেয়া হবে। এর মধ্যে ৫০ ভাগ টিকেট বিক্রি হবে অনলাইনে। খবর ওয়েবসাইটের। তবে কাউন্টার থেকে টিকেট বিক্রি শুরুর কয়েক ঘণ্টা আগে রেলওয়ের এ্যাপে টিকেট দেয়া হবে। কেউ এ্যাপে টিকেট সংগ্রহ করতে না পারলে কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবেন। মঙ্গলবার রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মিহির কান্তি গুহ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামী ১২ আগস্ট ঈদ ধরে ২৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি করা হবে। এবছর আমরা কমলাপুরের পাশাপাশি ফুলবাড়িয়া, তেজগাঁও, বনানী ও বিমানবন্দর স্টেশন থেকে আগাম টিকেট বিক্রি করব।
×