ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সততার সঙ্গে ডিসিদের কাজ করার পরামর্শ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির

প্রকাশিত: ১৩:২৫, ১৭ জুলাই ২০১৯

সততার সঙ্গে ডিসিদের কাজ করার পরামর্শ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির

বাংলানিউজ ॥ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে জেলা প্রশাসকদের (ডিসি) সততার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলী। মঙ্গলবার সুপ্রীম কোর্ট অডিটরিয়ামে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের পঞ্চ কার্য অধিবেশনের আলোচনা শেষে সাংবাদিকদের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার (ভারপ্রাপ্ত) ওসমান হায়দার একথা বলেন। তিনি বলেন, ‘ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন না হলে আমাদের পরাধীন থাকতে হতো। নানা রকম নির্যাতন বঞ্চনার শিকার হতে হতো। বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, আমাদের প্রত্যেকের নিজেদের জায়গা থেকে কাজ করে স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।’ বৈঠক শেষে একজন অতিরিক্ত সচিব বলেন, বিচারপতি ইমান আলী বলেছেন, আপনারা (ডিসি) মাঠ প্রশাসনের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত। আপনাদের যার যে কাজ সেটি সঠিকভাবে করলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। এ সময় ৬৪ জেলার প্রশাসক ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।
×