ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরে দু’সপ্তাহে ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত

প্রকাশিত: ১৩:২৯, ১৭ জুলাই ২০১৯

গাজীপুরে দু’সপ্তাহে ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ রাজধানী ঢাকার পর এবার গাজীপুরেও ডেঙ্গুর বিস্তার হচ্ছে। গত দু’সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত অন্ততঃ ২২ জন রোগী শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্নস্থানে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত গত দু’সপ্তাহে ডেঙ্গু রোগে আক্রান্ত ২২ জন রোগী এ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে ১৭ জনকে প্রাথমিক চিকিৎসা, চারজনকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ও গুরুতর অবস্থায় একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গাজীপুরের হাসপাতালে ভর্তিকৃত চারজনের মধ্যে তিনজন নারী এবং একজন পুরুষ। ডেঙ্গু আক্রান্তদের অধিকাংশই গাজীপুর জেলা শহরের আশপাশের এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
×