ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রর নির্বাচনে হস্তক্ষেপ করেছেন অ্যাসাঞ্জ, সাবেক প্রেসিডেন্টের স্বীকারোক্তি

প্রকাশিত: ০০:৩১, ১৭ জুলাই ২০১৯

যুক্তরাষ্ট্রর নির্বাচনে হস্তক্ষেপ করেছেন অ্যাসাঞ্জ, সাবেক প্রেসিডেন্টের স্বীকারোক্তি

অনলাইন ডেস্ক ॥ ২০১৬ সালে বহুল আলোচিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। বিষয়টি নিশ্চিত করেছেন ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়া। তিনি জানান, লন্ডনে ইকুয়েডরের দূতাবাস থেকে উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ নির্বাচনে হস্তক্ষেপ করেন। ইকুয়েডরের সাবেক ওই প্রেসিডেন্ট বলেছেন, নির্বাচনে হস্তক্ষেপের বিষয়ে আমরা খেয়াল করে এবং নীতিগত কারণে আমরা তাকে বিরত রাখি। আমরা আমাদের দেশের নির্বাচনেও কারও হস্তক্ষেপ চাই না। তাই বাইরের কোনো দেশ কিংবা যুক্তরাষ্ট্রের মতো বন্ধু দেশের সঙ্গে এটা আমরা ঘটতে দিতে পারি না। কোরিয়া নিজেই অ্যাসাঞ্জকে সুইডেনের হাতে গ্রেফতার এড়াতে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় দিয়েছিলেন। সুইডেন অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিল। এই বছরের ১১ এপ্রিল তাকে গ্রেফতার করে লন্ডন পুলিশ। সূত্র: সিএনএন
×